পোস্টগুলি

আগস্ট ১০, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রক্ত ঢালবে লাখো রীর, আজদ হবে কাশ্মীর।

ছবি
রক্ত ঢালবে লাখো রীর, আজদ হবে কাশ্মীর। :::::::::::::::::::::::::::::::::::::::::::::    প্রতিবেদক :এইচ এম ইমরান কাজী আজ শনিবার (10/08/2019) সকালে চরভদ্রান বাজারে কাশ্মীরে মুসলিম নির্যাতন এবং ভারতীয়দের আগ্রাসনের প্রতিবাদে মুফতি  জাকারিয়া সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হল মানববন্ধন। এতে বক্তব্য প্রদান করেন মুফতি সেলিম মাওলানা জহিরুল ইসলাম,মাওলানা জাহাঙ্গীর আলম,হাফেজ ইমরান কাজী মাওলানা আঃ আহাদ সিদ্দীকি, বাজার বনিক সমিতির  সভাপতি শহিদুল ইসলাম মোল্যা প্রমুখ। সভাপতির বক্তব্যে মুফতি জাকারিয়া সাহেব বলেন আমরা যেমন স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধিন করেছি অনেক দেশই আমাদের পক্ষ নেয়েছে তাই আমরা স্বাধিন। আমাদেরও উচিত মুক্তিকামী কাশ্মীরিদের পক্ষাবলম্বন করা। মানববন্ধনে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা নানা স্লোগানে প্লাকার্ড হাতে ধারন করে। কাশ্মীরে হামলা কেন মোদি সরকার জবাব চাই GIVE BACK RIGHTS TO KASHMIRS মুফতি সালাউদ্দিন সাহেবের উপাস্হাপনায় এবং মাওলানা আঃ ছাত্তার সাহেবের দুআর মাধ্যমে মানববন্ধনের ইতি ঘটে।