পোস্টগুলি

ডিসেম্বর ২৮, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সালথায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধাধার

ছবি
এইচ,এম ইমরান কাজী তাওহীদ নিউজ২৪ ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পুরুরা গ্রামে শিল্পি বেগম(২২) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে তার স্বামী রানা শেখ,সে ওই গ্রামের শাহজাহান মোল্যার কন্যা।গতকাল রাত ৮টার সময় পুলিশ গিয়ে তার বাড়ীর পাশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আটক করা হয়েছে রানা শেখের সহযোগি তুহিন শেখ নামে একজনকে। শিল্পি বেগম করিম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতো। গত ৫ বছর আগে মোকসেদপুর উপজেলার গারলগাতি গ্রামের রানা শেখের সাথে শিল্পির বিবাহ হয়। তার তিন বছরের লামিয়া নামে এক শিশু কন্যা রয়েছে। সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আলী জিন্নাহ জানান, খবর পেয়ে গতকাল রাত ৮টার সময় তার বাড়ীর পাশের মাঠের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি বলেন তার স্বামী রানা শেখ তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। আর এ ঘটনায় রানার এক সহযোগি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আমরা আজ লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবো। এদিকে এ ঘটনায় স্বামী রানা শেখকে প্রধান আসামী ও তার সহযোগি তুহ...

আলোর মিনার পাঠাগারের উদ্দোগে শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ছবি
এইচ,এম ইমরান কাজী ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর এর একঝাক দ্বীণদার  তরুণদের হাতে গড়া সেবামুলক সংগঠন আলোর মিনার পাঠাগারের উদ্দোগে চরভদ্রাসনের গরিব অসহায় ও দুঃস্হদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। প্রায় শতাধীক পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন স্হানীয় জনপ্রতিনিধি ও পাঠাগারের উপদেষ্টা মন্ডলি পরিষদ। এসময় উপস্তিত ছিলেন চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুতা মোল্যা,৩নং ইউনিয়ন চেয়ারম্যান আজাদ খান,সমাজ সেবক মন্টু মুধা,উপদেষ্টা মন্ডলি মুফতি জাকারিয়া, মাওঃসিদ্দিকুর রহমান,মুফতি সেলিম, এইচ এম ইমরান কাজী,মাওঃ মহব্বত হোসেন,মাওঃ আশিকুর রহমান,আঃ কাইয়ুম,কাওছার মোল্যা মাওঃআঃআহাত সিদ্দিকি ও পাঠাগারের সদস্য বৃন্দসহ এবং স্হানীয় জনগণ।