পোস্টগুলি

জুলাই ১৭, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

১৮ তম লাশ দাফনে ফরিদপুর তাকওয়ার স্বেচ্ছাসেবীরা।

ছবি
Hm imran kazi. করোনাকালে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত সংগঠনের নাম ‘তাকওয়া ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন বর্তমান প্রেক্ষাপটে করোনা রোগী এবং তাদের পরিবারের জন্য সেবামূলক বিশেষ ভূমিকা পালন করছে। ইতিমধ্যে দেশব্যাপী প্রশংসার জোয়ারে ভাসছে সংগঠনটি। দেশের প্রায় প্রতিটি জেলায় জেলাভিত্তিক টিম গঠন করে লাশ দাফনকাজে বিশেষ ভূমিকা পালন করছে ‘তাকওয়া ফাউন্ডেশন। ফরিদপুর জেলা তাকওয়া ফাউন্ডেশনের টিমের স্বেচ্ছাসেবকরা প্রশংসিত হচ্ছেন এলাকাবাসির কাছে।  হাফেজ হাবিবুর রহমান এর সংবাদে আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সিটি কলেজের প্রভাষক ফরিদপুর পূর্ব আলীপুর নিবাসী জনাব মোঃ ওমর ফারুক মোল্লা (৪৬) ইন্তেকাল করায় মরহুমের গোসল, কাফন, জানাজা ও দাফনের খেদমতে ছুটে যান ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশনের পৌর জিম্মাদার হাঃমাওঃ মুফতি শিহাব উদ্দিন, নিবেদিত স্বেচ্ছাসেবী হাঃমাওঃমুফতি আবু নাসির, মুফতি আবু সালেম প্রমূখ। তাকওয়া ফাউন্ডেশনের নিবেদিত আলেম স্বেচ্ছাসেবীগণ দির্ঘ শ্রম দিয়ে আলীপুর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করেন। সকলেই তাকওয়া ফাউন্ডেশনের এ সেচ্ছা শ্রমের প্রশংসা করে এই আলেম স্বেচ্ছাসেবীদের কৃতজ্ঞতা জানান।  নিবেদিত...