প্রশান্তের অবৈধ সম্পদের তালিকা দেখে বিস্মিত দুদক।

এইচ,এম ইমরান কাজী জার্নালীষ্ট তাওহীদ নিউজ২৪. এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারের (৫৩) নামে-বেনামে স্থাবর-অস্থাবর সম্পদের বহর দেখে বিস্ময় প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান দল। প্রাথমিক অনুসন্ধানে প্রশান্তের ৮ প্রতিষ্ঠান, চার বাল্যবন্ধু, তার মা, নিজ ও স্বার্থসংশ্লিষ্টদের নামে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ পাওয়ায় তার বিরুদ্ধে অর্থ পাচার ও দুদক আইনে মামলা করা হয়েছে। মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। মামলায় উল্লেখ করা হয়েছে, চাকরি জীবনে প্রশান্ত বেতনভাতাসহ বৈধপথে আয় করেছেন ১২ কোটি ৪৮ লাখ টাকা। অথচ তার সম্পদের পরিমাণ কমপক্ষে ২৮৭ কোটি কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকা বলে জানা গেছে, যা অবৈধ আয়। এছাড়া তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক হিসাবে ১৬৩৫ কোটি ৬৫ লাখ টাকা জমা করেছেন, যা বিভিন্ন সময় তুলে নিয়েছেন। এটি অর্থপাচার আইনে অপরাধ। এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী গতকাল শনিবার দেশ রূপান্তরকে বলেন, ‘প্রশান্ত কুমার হালদারের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিম...