মুফতি মুস্তাফিজুর রহমান মানবতার অতন্দ্র প্রহরী।মাওলানা:সাইফুল ইসলাম ফরিদপুরী

তাওহীদ নিউজ২৪: মানবতা আজ কফিনবদ্ধ গোটা পৃথিবীতে আজ বৈশ্বিক মহামারী করোনাভাইরাস গ্রাস করে নিয়েছে পৃথিবীর প্রতিটি জনপদ। তাই বলে এই জনপদের মানুষ অবহেলিত হবে এটা কখনো কল্পনা করা যায় না। কারণ আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি, পৃথিবীর মধ্যে যত জীব আছে সকল জীবের মধ্যে উত্তম জীব এই মানুষ । আমরা সকলেই জানি গোটা সৃষ্টিকুলের মধ্যে উত্তম সৃষ্টি হলো এই মানুষ কিন্তু আজ আমরা দেখছি এই মানুষ কত অবহেলিত ভাবতেও পারিনি কল্পনাও করতে পারিনি একজন মানুষ মৃত্যুবরণ করবে আর তাকে অবহেলিত অবস্থায় ফেলে রাখবে এটা কি কখনো কল্পনা করা যায়। আজ আমরা দেখছি কোন মানুষ যদি করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে মারা যায় তাহলে তাকে দাফন-কাফন গোসলের ব্যবস্থায় কোন লোক পাওয়া যায় না। হা এই লোকটি কিন্তু আপনার অতি কাছের ছিল অতি প্রিয় ছিল অতি আদরের ছিল এই লোকটি মারা যাওয়ার পর আপনার উপর তার হক ছিল তাকে সুন্দরমতো দাফন-কাফনের ব্যবস্থা করা। কিন্তু আপনি তা না করে অবহেলিত অবস্থায় ফেলে রাখছে এটাই কি মানবতা ? তবে আমরা খুঁজে পেয়েছি মানবতার প্রকৃত বন্ধু এদেশের তরুণ আলেম সমাজের একটি দল গোটা...