এজতেমায় হিন্দুস্তানের যে সকল মুরুব্বী অংশ গ্রহণ করছেন

তাওহীদ নিউজ ডেস্ক : আসছে ১০-১২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলমী শূরার ইজতেমা। ইতিমধ্যে দেশ বিদেশ থেকে মুসল্লিদের আগমনে মুখরিত হয়ে উঠছে তুরাগ তীর। এবারের এজতেমায় ইন্ডিয়ার আলমী শুরার হযরতদের প্রায় সকলেই অংশ গ্রহণ করছেন বলে এক সূত্রে জানা গেছে। সূত্র জানায়, এবারের এজতেমায় ইনশাআল্লাহ মাওলানা ইব্রাহিম দেউলা, মাওলানা আহমদ লাট, মাওলানা জুহাইরুল হাসান সাহেব, মাওলানা খোবাইবুল হাসান সাহেব, মাওলানা ইসমাইল গোধরা সাহেব, ডক্টর সানাউল্লাহ খান সাহেব অংশ গ্রহণ করবেন। সূত্র আরও জানায়, এজতেমায় হাকিম আব্দুল মান্নান সাহেব, মাওলানা আব্দুর রহমান রাবিয়ানা সাহেব, ফারুক ভাই, ব্যাঙ্গালোর প্রফেসর আব্দুর রহমান মাদ্রাসী ভাই, সানোয়ার সাহেব দিল্লী, ডক্টর ফারাহীম আলীগড় মাওলানা আহমদ হুসাইন গোধরা, মাওলানা আকবর শরীফ সাহেব, মাওলানা ইউনুস মুম্বাই, মাওলানা উসমান কাকুসি উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। তাছাড়া এবার এজতেমার ময়দান আরও সম্প্রারিত করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। বিগত সব বছরের তুলনায় বিশ্ব এজতেমায় মুসল্লিদের রেকর্ড সংখ্যক উপস্থিতির আশা করা যাচ্ছে।