এবার টার্গেট ঐতিহাসিক আদিনা মসজিদ

এবার টার্গেট ঐতিহাসিক আদিনা মসজিদ এবার টার্গেট ঐতিহাসিক আদিনা মসজিদ এইচ,এম ইমরান কাজী জার্নালীষ্ট: তাওহীদ নিউজ২৪ বাবরী মসজিদের অধ্যায় খতম । সেই সঙ্গে মুছে গেলো ৫শ বছরের ইতিহাস। ভারতের হিন্দু নেতারা বলছেন, শুধু মসজিদ ভেঙ্গে মন্দির বানানোই বড় কথা নয়, আমাদের পরাজয়ের ইতিহাস মুছে দিয়ে সেখানে জয়ের নিশান উড়ানোই বড় কথা । ইতিহাস বদলের সেই লড়াই সবে শুরু। এজন্য তাদের এবারের টার্গেট সাড়ে ৬শ বছরের প্রাচীন ঐতিহাসিক আদিনা মসজিদ। এটি উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ । ৫ শ বছরের পুরনো ঐতিহাসিক বাবরী মসজিদ ভেঙ্গে সেখানে রাম মন্দির নির্মানের রায় পেয়ে ভারতের হিন্দু সম্প্রদায় নতুন করে জেগে উঠেছেন। তারা বলছেন,এ লড়াই ছিল হিন্দু সমাজের শান্তিপূর্ণ ভাবে জাগরণের লড়াই। পরাজয়ের গ্লানি মুছে দিয়ে বিজয়ের ইতিহাস রচনার লড়াই । সে লড়াই এখনি শেষ হয়নি। সামনে আরো অনেক লড়াই বাঁকী আছে । ১০ নভেম্বর রোববার ভারতের যুগশঙ্খ পত্রিকায় হিন্দু নেতাদের উদ্ধৃতিসহ প্রকাশিত প্রতিবেদনে হিন্দু নেতারা বলছেন, সামনের লড়াইগুলোতেও জিততে হবে। এবার শুরু হবে কাশী-মথুরা জয়ের লড়াই । শুরু হবে আরো ৩২ হাজার মন্দির উদ্ধারের লড়াই। রামরাজ্...