পোস্টগুলি

মার্চ ১০, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফরিদপুরের সালথায় হেফাজতে ইসলামের কর্মসূচি।

ছবি
এইচ,এম ইমরান কাজী : পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী আজ সালথা থানা হেফাযতে ইসলামের কর্মীরা সোনাপুর বাজারে ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিশাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। হাজার হাজর তাওহীদি জনতার উপস্থিতে বক্তব্য রাখেন মাওলানা নিজামউদ্দিন, হাফজ মোস্তফা কামাল, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নূরুল আমিন, প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা লিয়াকত আলী বলেন যদি ভারতে মুসলিম হত্যা বন্ধ না হয় তাহলে ভারত অভিমুখে লংমার্চ করা হবে ইনসাআল্লাহ।  সভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান আলেমে দ্বীন বিশিষ্ট রাজনীতিবিদ ফরিদপুর জেলা হেফাযতে ইসলামের সম্মানিত সভাপতি আল্লামা জহুরুল হক সাহেব এ ছাড়া সভায় আরো অনন্য উলায়ে কেরাম উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস থেকে বাঁচতে অাল্লামা অাহমদ শফীর পাঁচটি বি‌শেষ পরামর্শ

ছবি
এইচ,এম ইমরান কাজী: চীনের উহান শহর থে‌কে বের হ‌য়ে এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে‌ছে করোনাভাইরাস। যা এখন সবার মাঝে এক মহা আতংক ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। অার এখান বাঁচ‌তে পাঁচ‌টি শরীয়াহ‌ভি‌ত্তিক পরামর্শ প্রদান করেছেন হেফাজতে ইসলাম বাংলা‌দেশ এর অামীর, দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক অাল্লামা শাহ অাহমদ শফী। অাজ (মঙ্গলবার) ১০ শে মার্চ ‌সন্ধ্যা ৬টায় গণমাধ্য‌মে পাঠা‌নো এক বিবৃ‌তি‌তে তি‌নি জনগ‌ণের প্রতি পাঁচটি পরামর্শ প্রদান ক‌রেন। অাল্লামা অাহমদ শফী বলেন, ক‌রোনাভাইরাস থে‌কে বাঁচ‌তে কুরঅান-সুন্নাহর অা‌লো‌কে কিছু পরামর্শ দি‌তে চাই! এক. রোগ-মহামা‌রি কিংবা দুর্য‌োগ অাল্লাহ তায়ালার পক্ষ হ‌তে অা‌সে। বান্দা‌দের পরীক্ষা করতে বি‌ভিন্ন সময় অাল্লাহ তায়ালা এমন ক‌রে থাক‌েন। যেমন পবিত্র কুরঅা‌নে ব‌র্ণিত হ‌য়ে‌ছে, "অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে ধৈর্যধারণকারীদের জন্য রয়েছে সুসংবাদ।' (সূরা বাকারা: ১৫৫) তাই বর্তমান সময়‌ে অামাদের উ‌চিত হ‌বে ধৈর্যধারণ কর‌া, অাল্লাহ তায়ালার উপর বিশ্বাস অা‌রো সুদৃঢ় করা এবং তাঁর কা‌ছে...