ব্যবসা হোক আলেমদের কর্মক্ষেত্র, মাদরাসা মসজিদ হোক খেদমতের স্থান।

এইচ,এম ইমরান কাজী প্রধান সম্পাদক :তাওহীদ নিউজ২৪ তাওহীদ নিউজ২৪: জীবিকার ত্যাগীদে ও পরিচয় তৈরি করতে বেঁচে নিতে হয় প্রয়োজনীয় পেশা। ব্যবসা, চাকরিসহ পৃথিবীতে রয়েছে শত শত রকমের পেশা। সময়ের সাথে সাথে পরিবর্তন হয় পেশাও। কেউ বা স্বাধীন আবার কেউ বা পরাধীন পেশা বেচে নেয় ক্যারিয়ার গঠনে। আবার অনেকে উদ্যোগ নেয় নতুন নতুন কর্মসংস্থান তৈরির। আর ইসলামের দিকনির্দেশনা হল হালাল পথে জীবিকা উপার্জন করা। হারাম পথে উপার্জিত অর্থ-সম্পদ ভোগ করে ইবাদত-বন্দেগী করলে তা আল্লাহর নিকট গৃহীত হবে না। কারণ ইবাদত কবুলের আবশ্যিক পূর্বশর্ত হল হালাল উপার্জন। তবে একজন আলেম ব্যবসায় আত্মনিয়গ করতে চাইলে সাধারন মানুষ, ক্ষেত্রবিশেষ স্বগোত্রের অনেক আলেমও বিষয়টি আড় চোখে বা ভিন্ন দৃষ্টিতে দেখে। ভেবে নেয় সে ভাল আলেম হয়নি কিংবা ভাল পড়া- লেখা করেনি। তাই ব্যবসা-বানিজ্য করছেন। অথচ ইমাম আবু হানিফা রহ. একজন বিজ্ঞ আলেম ও মাযহাবের ফকীহ ইমাম ছিলেন। সাথে সাথে ছিলেন একজন বড় ব্যবসায়ী। রাসুল সা. এর বহু সাহাবী ব্যবসায়ী ছিলেন, দ্বীনি বড় বড় খেদমতের পাশা পাশি ব্যবসায় আত্মনিয়োগ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বয়ং রাসুল সা.ও ব্যবসা করতেন।এ...