পোস্টগুলি

মার্চ ৮, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দক্ষিণবঙ্গ অচল করার ঘোষনা ফরিদপুর চরভদ্রাসনের বিক্ষোভে

ছবি
এইচ,এম ইমরান কাজী:  ভারতের মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদিদের নির্যাতন, হত্যা,অগ্নিসংযোগ ও মসজিদ ভাংগার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে চরভদ্রাসন উলামা পরিষদ,হাজার হাজার তাওহীদি জনতার উপস্থিতিতে মাওলানা জহুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,মুফতি জাকারিয়া, হাফেজ আঃ মান্নান সাহেব,মাওলানা ইমরান কাজী,মুফতি সেলিম হোসেন,মাওঃ আঃ আহাদ সিদ্দিকী, মাওঃ সাদিকুর রহমান,জনাব শহিদুল ইসলাম,জনাব মুতাজ্জেল মৃধা,এসময় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা  হেফাজতের জয়েন্ট সেক্রেটারি মুফতি মুস্তাফিজুর রহমান বলেন যদি ভারতে মুসলমানদের উপর এই গণহত্যা বন্ধ না হয়,এবং ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকি উপলক্ষে গুজরাটের কসাই মোদির বাংলাদেশ সফর বাতিল না করা হয় তাহলে দক্ষীণ বঙ্গ অচল করে দেওয়া হবে ইনসাআল্লাহ এসময় আগামী ১২ ই মার্চ ফরিদপুরে  সমাবেশেরর  কর্মসূচী ঘোষণা দেন।  মুফতি আঃ সবুর সাহেবের সভাপতির বক্তব্য ও দুআর মাধ্যমে সমাবেশ শেষ হয়।

দক্ষিনবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা ফরিদপুর চরভদ্রাসনের বিক্ষোভে

এইচ,এম ইমরান কাজী:  ভারতের মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদিদের নির্যাতন, হত্যা,অগ্নিসংযোগ ও মসজিদ ভাংগার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে চরভদ্রাসন উলামা পরিষদ,হাজার হাজার তাওহীদি জনতার উপস্থিতিতে মাওলানা জহুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,মুফতি জাকারিয়া, হাফেজ আঃ মান্নান সাহেব,মাওলানা ইমরান কাজী,মুফতি সেলিম হোসেন,মাওঃ আঃ আহাদ সিদ্দিকী, মাওঃ সাদিকুর রহমান,জনাব শহিদুল ইসলাম,জনাব মুতাজ্জেল মৃধা,এসময় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা  হেফাজতের জয়েন্ট সেক্রেটারি মুফতি মুস্তাফিজুর রহমান বলেন যদি ভারতে মুসলমানদের উপর এই গণহত্যা বন্ধ না হয়,এবং ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকি উপলক্ষে গুজরাটের কসাই মোদির বাংলাদেশ সফর বাতিল না করা হয় তাহলে দক্ষীণ বঙ্গ অচল করে দেওয়া হবে ইনসাআল্লাহ এসময় আগামী ১২ ই মার্চ ফরিদপুরে  সমাবেশেরর  কর্মসূচী ঘোষণা দেন।  মুফতি আঃ সবুর সাহেবের সভাপতির বক্তব্য ও দুআর মাধ্যমে সমাবেশ শেষ হয়।