আগামী২৪ ঘন্টার মধ্যে মুফতি রেজওয়ান রফিকীকে মুক্তির আল্টিম্যাটাম মুফতি মুস্তাফিজের

আগামী২৪ ঘন্টার মধ্যে মুফতি রেজওয়ান রফিকীকে মুক্তির আল্টিম্যাটাম মুফতি মুস্তাফিজের এইচ,এম ইমরান কাজী জার্নালিষ্ট তাওহীদ নিউজ২৪ বরেণ্য আলেম মুফতি রেজওয়ান রফিকীকে জিবজ্ঞাসাবাদের নামে সন্ত্রাসী কায়দায় উঠিয়ে নানা নাটকিয়তার পরে বিনাপরাধে এখনো ডিবি অফিসে আটকে রাখার বিষয় সমাজ কল্যাণ যুব সংসদ ফরিদপুর এর সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফিজ এক বিবৃতিতে বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে রফিকীকে মুক্তি না দিলে সারাদেশের তৌহিদী জনতাকে নিয়ে কঠোর আন্দোলন করা হবে ইনসাআল্লাহ প্রসঙ্গত:মুফতি রিজওয়ান রফিকীর বড় ভাই মুফতি আব্দুল্লাহ সালেহী গণমাধ্যমকে জানান,(১১/১০/২০১৯) তারিখ বিকেলে ‘মারকাজুন নূর গাজীপুর নিজের হাতে গড়া প্রতিষ্ঠানে কিতাব অধ্যায়নরত অবস্থায় ছিলেন মুফতি রিজওয়ান রফিকী। হঠাৎ মাদরাসার সামনে একটি গাড়ি আসে। গাড়িতে আরোহীদের মধ্যে দুজন ডিবি পোশাকধারী ও তিনজন ছিলেন ফরমাল ড্রেসে। ডিবি পোশাক পরিহিত দুজনের সাথে আর্মস ছিল। তারা মাদরাসার ভেতরে প্রবেশ করেননি। বাকি তিনজনের সাথে কোন প্রকার অস্ত্র দেখা যায়নি।’ ‘ফরমাল ড্রেসে থাকা তিনজন মুফতি রিজওয়ান রফিকী অফিসে প্র...