সংক্রমণ বা ছোঁয়াচে এবং কোয়ারেন্টাইন সম্পর্কে ইসলাম কি বলে।

মুহাম্মদে আরাবী সাঃ ছিলেন মানবতার মুক্তির দূত তাই কিয়ামতের আগ পর্যন্ত সকল বিষয়ের সমাধান তিনি ইসলামী শরিয়তের মধ্যে রেখে গিয়েছেন রাসূলে কারীম সাঃ ছোঁয়াচে রোগ বা রোগের সংক্রমণ নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। আমরা বাস্তবেও দেখতে পাই যে, রোগীর কাছে, সাথে বা চারিপার্শে থেকেও অনেক মানুষ সুস্থ রয়েছেন। আবার অনেক সতর্কতার পরও মানুষ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। বস্তুত শুধু রোগজীবাণুর সংক্রমণেই যদি রোগ হতো তাহলে আমরা সকলেই অসুস্থ হয়ে যেতাম, কারন প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের রোগজীবাণু আমাদের দেহে প্রবেশ করছে। রোগজীবাণুর পাশাপাশি মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ জীবাণুর কর্মক্ষমতা ইত্যাদি অনেক কিছুর সমন্বয়ে মানুষের দেহে রোগের প্রকাশ ঘটে। হযরত আবূ হুরাইরা (রাঃ) বলেন রাসূলুল্লাহ সাঃ বললেন "সংক্রামনের অস্তিত্ব নেই" তখন এক বেদুঈন বলল, হে আল্লাহর রাসূল, আমার উটগুলি হরিনীর ন্যায় সুস্থ থাকে। এরপর একটি চর্মরোগে আক্রান্ত উট এগুলির মধ্যে প্রবেশ করার পরে অন্যান্য উটও আক্রান্ত হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাঃ বললেন তাহলে প্রথম উটটিকে সংক্রামিত করলো কে?(বুখারী মুসলিম) পাশাপাশি রাসূলুল্লাহ সাঃ স...