নবীকে যেই অপমান করুক না কেন সে মানবতার দুশমন: মাওলানা মামুনুল হক

নবীকে যেই অপমান করুক না কেন সে মানবতার দুশমন: মাওলানা মামুনুল হক ৪ নভেম্বর, ২০১৯ এইচ,এম ইমরান কাজী, জার্নালিষ্ট তাওহীদ নিউজ২৪: ভোলার ঘটনায় সরকারের দ্বিমুখি বক্তব্যের সমালোচনা করে যুব মজলিস সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ঘটনার দিনই প্রধানমন্ত্রী “বিপ্লব চন্দ্রর” আইডি “দুইজন মুসলিম” হ্যাক করেছে বলে দায় এড়াতে চাইলেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন আগে বিবিসিকে বললেন যে, হ্যাকারকে তারা এখনো সনাক্ত করতে পারেনি। তাহলে আমরা কার কথায় বিশ্বাস করবো? তিনি বলেন, বিপ্লব চন্দ্রের আইডি থেকে নবিজীকে অপমান যেই করেছে তার ধর্ম পরিচয় মূখ্য নয়; সে নবীর দুশমন, মানবতার দুশমন। নবী দুশমনের মৃত্যুদণ্ড দিতে হবে। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে টর্চারসেল, চাঁদাবাজি, অস্ত্রসন্ত্রাসের ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। গত(শুক্রবার) ফরিদপুর সদরের ময়েজউদ্দিন হাইস্কুল মাঠে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত নির্বাচন প্রসঙ্গে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ৩০ ডিসেম্বর মধ্যরাতের প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগনের সাথে সবচে বড় প্রতার...