পোস্টগুলি

সেপ্টেম্বর ১, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মোহাম্মদপুরের মিনার মসজিদ মাদরাসার বোর্ডিং উচ্ছেদ করল ঢাকা সিটি কর্পোরেশন

ছবি
মোহাম্মাপুরের মিনার মাদ্রাসার বোডিং ঘড় ভেঙে দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন।    প্রতিবেদক: এইচ,এম,ইমরান কাজী ঢাকা মোহাম্মাদপুর তাজ মহল রোডে অবস্থিত জামিয়া বায়তুৃল আমান মিনার মসজিদ মাদ্রাসার বোডিং ঘড় উচ্ছেদ করেছে ডিএনসিস রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে দুইজন ম্যাজিস্ট্রিটের তথ্যাবদায়নে পুলিশের মাধ্যমে একটি টিম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় মাদ্রাসার ছাত্ররা অভিযানে বাধা দিতেগেল স্হানীয় আওমীলিগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মাদ্রাসার ছাত্ররা বলছে উচ্ছেদের সময় বোডিং ঘড়ে দুপুরের রান্না চলছিল বিনা নোটিশে এভাবে রান্নাঘর ভেঙে ফেলায় আমারা চারশতাধিক ছাত্র -শিক্ষক দুপুরে না খেয়ে থাকতে হয়েছে। মাদ্রাসার সভাপতি বলছে জায়গাটা সিটি কর্পোরেশনের না এটা গণপূর্ত বিভাগের আমরা এটা ১৯৭২থেকে ব্যবহার করে আছি, একটি দ্বিণি প্রতিষ্ঠান ধংশ করে একটা সমাজ বিধ্বংসী পার্ক তৈরি করবেন।

নির্যাতিত কাশ্মীরী বোনের হৃদয় বিদারক চিঠি

ছবি
 নির্যাতিত কাশ্মীরী বোনের হৃদয় বিদারক চিঠি। “আমিও হযরত হাওয়া আলাইহাস সালামের কন্যা। পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মীর উপত্যকার রাজধানী শ্রীনগর থেকে ১০ কিলোমিটার দূরে আমার বাড়ি। আমি ছাড়া আমার স্বামী আব্দুর রশিদ ও একটি ছোট ছেলে খালেদুর রশীদ। এ তিনজন নিয়েই ছিল আমাদের ছোট সাজানো-গোছানো সংসার। আমাদের বাড়ির চতুর্দিক ছিল কাশ্মীরী আঙ্গুর ও আপেলের বাগানে ঘেরা। সবুজ নয়নাভিরাম নৈসর্গিক সুন্দরের প্রাচুর্য ছিল সারাটা এলাকা জুড়ে, যার জন্য কাশ্মীরকে বলা হতো পৃথিবীর ভূস্বর্গ। হে মুসলিম ভ্রাতৃবৃন্দ! আমার মত হাজারো নির্যাতিতা বোন আপনাদের দিকে চেয়ে আছে; আপনাদের সহযোগিতার আশা করছে। আল্লাহ পাক না করুন, এমন অবস্থা যদি আপনাদের হাজারো বোনের হয়ে যায়, তাহলে ঠিকই আপনাদের ঘুম ভাঙ্গবে, চেতনাও জাগবে। পবিত্র সত্তার.কসম! নিজেদের শত মতবিরোধ পেছনে ফেলে ঐক্যবদ্ধ হোন। জেগে উঠুন। সিংহ শাবকদের ভীরু শৃগালের মত কাপুরুষোচিত জীবন শোভা পায় না। জালেম ব্রাহ্মণ্যবাদের ভন্ডামির আড্ডায় ‘মুহম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি’ উনার মত গর্জে উঠুন, ওদের কুঠারাঘাত হানুন । এখনো সময় আছে, আপনার মুসলিম বোনদের ইজ্জত রক্ষা করু...

হাফেজ মাহমুদকে দেখতে শাহিনুজ্জামান শাহিন ভাই ক্যান্সার হাসপাতালে

ছবি
মানবতার মূর্তপ্রতিক নগরকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন ভাই ,যেখানেই মানবতার আর্তনাদ সেখানেই শাহিন ভাই গতকাল ৩১/০৮/২ হাফেজ মাহমুদের পাশে শাহিনুজ্জামান শাহিন ভাই ০১৯ তারিখে নগরকান্দার গৌরব হাফেজ মাহমুদকে দেখতে জাতীয় ক্যান্সার হাসপাতালতে(মহাখালী) দেখতে যান,মাহমুদের শারিরিক খোজ খবর নেন এবং অর্থনৈতিক হেল্প করেন মাহমুদের বড় ভাই মুফতি মুস্তাফিজুর রহমানের সাথে বিভিন্ন বিয়ষ কথা বলেন এবং হাসপাতালে মোনাজাত করেন । শাহিনুজ্জামান শাহিন ভাই নগরকান্দ বাসী সহ দেশবাসীর কাছে মাহমুদের জন্য দুআ চান এবং সাহায্যের জন্য আবেদন করেন। বিঃদ্রঃ নগরকান্দা কৃতী সন্তান হাফেজ মাহমুদ আজ দির্ঘদিন যাবত মরণব্যধী  ক্যান্সার রোগে আক্রান্ত তাই সকলেই যদি কিছু হেল্প করি তাহলে হয়ত বেচে যাবে হাফেজ মাহমুদ। প্রয়োজনে যোগাযোগ, রুগীর বড় ভাই মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান। মোবাঃ01762-829043 ভিজিট করুন,fb,তাওহীদ নিউজ২৪