মোহাম্মদপুরের মিনার মসজিদ মাদরাসার বোর্ডিং উচ্ছেদ করল ঢাকা সিটি কর্পোরেশন

মোহাম্মাপুরের মিনার মাদ্রাসার বোডিং ঘড় ভেঙে দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। প্রতিবেদক: এইচ,এম,ইমরান কাজী ঢাকা মোহাম্মাদপুর তাজ মহল রোডে অবস্থিত জামিয়া বায়তুৃল আমান মিনার মসজিদ মাদ্রাসার বোডিং ঘড় উচ্ছেদ করেছে ডিএনসিস রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে দুইজন ম্যাজিস্ট্রিটের তথ্যাবদায়নে পুলিশের মাধ্যমে একটি টিম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় মাদ্রাসার ছাত্ররা অভিযানে বাধা দিতেগেল স্হানীয় আওমীলিগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মাদ্রাসার ছাত্ররা বলছে উচ্ছেদের সময় বোডিং ঘড়ে দুপুরের রান্না চলছিল বিনা নোটিশে এভাবে রান্নাঘর ভেঙে ফেলায় আমারা চারশতাধিক ছাত্র -শিক্ষক দুপুরে না খেয়ে থাকতে হয়েছে। মাদ্রাসার সভাপতি বলছে জায়গাটা সিটি কর্পোরেশনের না এটা গণপূর্ত বিভাগের আমরা এটা ১৯৭২থেকে ব্যবহার করে আছি, একটি দ্বিণি প্রতিষ্ঠান ধংশ করে একটা সমাজ বিধ্বংসী পার্ক তৈরি করবেন।