পোস্টগুলি

নভেম্বর ১১, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাবরি মসজিদ ইস্যুতে শুক্রবার মাঠে নামছে হেফাজতে ইসলাম

ছবি
বাবরি মসজিদ ইস্যুতে শুক্রবার মাঠে নামছে হেফাজতে ইসলাম বাংলাদেশ তাওহীদ নিউজ২৪ এইচ,এম ইমরান কাজী জার্নালীষ্ট :তাওহীদ নিউজ২৪ ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণে  ভারতীয় সুপ্রিম কোর্টর সাম্প্রদায়িক রায়ের  প্রতিবাদে আগামী শুক্রবার বাদজুমা রাজধানী ঢাকা, চটগ্রামসহ জেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আজ ১১ই নভেম্বর  সংবাদপত্রে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচী ঘোষণা করেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাবরী মসজিদের জায়গা রাম মন্দির নির্মাণের রায়ে মুসলমানরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এই রায়ে উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি সৃংখলা বিপন্ন করার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে।  মুসলমানদের সাথে হিন্দু সম্প্রদায়ের নতুন করে দাঙ্গা সৃষ্টির রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। পাঁচ শতবৎসরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের রায়ে বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে আঘাত করা হয়েছে। হেফাজত নেতৃদ্বয় আরো বলেন, ভারতের প্রত্নত...

বাবরি মসজিদ : ইতিহাস ও আজকের কলঙ্কিত রায়

ছবি
বাবরি মসজিদ : ইতিহাস ও আজকের কলঙ্কিত রায়   বাবড়ী মসজিদের ইতিহাস hmimrankazi@gmail.com এইচ এম ইমরান কাজী জার্নালীষ্ট:তাওহীদ নিউজ২৪ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং শিব সেনা পার্টির উগ্র হিন্দুত্ববাদের ধ্বজাধারী কিছু সন্ত্রাসী হিন্দু মৌলবাদী বাবরি মসজিদটি ধ্বংস করে। এর ফলে পুরো ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে হওয়া দাঙ্গায় ২ হাজারের বেশি মানুষ মারা যায়। বাবরী মসজিদ নির্মিত হয় ১৫২৮ সালে- রামায়ণ-খ্যাত অযোধ্যা শহর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ফৈজাবাদ জেলায় অবস্থিত। তারই কাছে রামকোট পর্বত। ১৫২৮ সালে সেখানে সম্রাট বাবরের আদেশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যে কারণে জনমুখে মসজিদটির নামও হয়ে যায় বাবরি মসজিদ। আবার এ-ও শোনা যায়, গত শতাব্দীর চল্লিশের দশকের আগে এই মসজিদ ‘মসজিদ-ই-জন্মস্থান’ বলেও পরিচিত ছিল। হিন্দুদের দাবি- আওয়াধ অঞ্চলের বাবর-নিযুক্ত প্রশাসক ছিলেন মির বকশি। তিনি একটি প্রাচীনতর রাম মন্দির বিনষ্ট করে তার জায়গায় মসজিদটি নির্মাণ করেন বলে হিন্দুদের দাবি। বেআইনিভাবে মূর্তি স্থাপন ১৯৪৯ সালের ২৩ ডিসেম্বর– বেআইনিভাবে...

মাদরাসায় যৌন নির্যাতন" বিষয়ে শত্রুর অপপ্রচারঃ মাওলানা উবায়দুর রহমান খান নদভী

ছবি
মাদরাসায় যৌন নির্যাতন" বিষয়ে শত্রুর অপপ্রচারঃ মাওলানা উবায়দুর রহমান খান নদভী কর্তৃক প্রদত্ত দাঁতভাঙ্গা জবাব। এইচ এম ইমরান কাজী জার্নালীষ্ট তাওহীদ নিউজ২৪   অজানা অনেক তথ্য  লেখার শিরোনামটি সুন্দর নয়। এটি দেখে মানুষের ভালো লাগবে না। জানি, অনেকে কষ্ট পাবেন। কিন্তু বাধ্য হয়েই এমন একটি অভাবনীয়, অশোভনীয় শিরোনাম চলে এসেছে। কারণ, এটি এখন আন্তর্জাতিক মিডিয়ার একটি শিরোনাম ও আলোচ্য বিষয়। আন্তর্জাতিক মিডিয়া এমন খারাপ ভাষায় একটি প্রতিবেদন করায় এর জবাবে আমরাও অনিচ্ছা সত্তে¡ও এভাবে শিরোনামটি করেছি। এদেশের কোটি কোটি মানুষ তাদের ধর্মীয় বিষয়গুলোকে নিষ্কলুষ দেখতে চায়। পবিত্র আবহে সচল ও সজীব ভাবতে চায়। শতকরা ৯২ ভাগ মানুষ নিজেরা যতটুকু ধর্ম পালন করতে পারে বা না পারে, নিজেদের ধর্মীয় দায়িত্বশীলদের পূর্ণাঙ্গ ও নিখুঁত আদর্শ হিসেবে পেতে চায়। নিজেরা ধূমপান করলেও মসজিদের ইমাম সাহেব সিগারেট খাবেন তা এ দেশের মানুষ আশা করে না। অনেক মানুষ নিজেরা দাড়ি শেভ করে। কিন্তু কোনো আলেম দাড়ি কাটুক তা পছন্দ করে না। নিজে পর্দা ততটা মেনে না চললেও আলেম-ওলামা, পীর-মাশায়েখদের পর্দা লঙ্ঘন মেনে নিতে পারে না। এমনকি ...