ফরিদপুরের চরভদ্রাসনে প্রথম করোনা রুগী সনাক্ত'

এইচ,এম ইমরান কাজী: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রথম করোনায়(কোভিট-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান, চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী (হিন্দু) গ্রামে মাওলানা মাহমুদ হাসানের স্ত্রী(মোমেনা) করোনা পজিটিভ পাওয়া গেছে। তিনি গত শুক্রবার ঢাকার মিরপুর থেকে এসেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে পরিবারসহ আইসোলেশনে রাখা হয়েছে। তিনি আরো জানান প্রশাসনের পক্ষ হতে চরভদ্রাসন উপজেলাকে লক ডাউন ঘোষনা করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্লেখ্য গত ৩ এপ্রিল থেকে ২০এপ্রিল পর্যন্ত করোনা সন্দেহে ৩২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে আইওডিসিআর থেকে ২২ জনের রিপোর্ট নেগেটিভ আসে । বাকী ১০ জনের রিপোর্ট এখনও আসে নাই। সবাইকে ঘড়ে থাকার জন্য চরভদ্রাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।