পোস্টগুলি

জুন ২, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তাকওয়া ফাউন্ডেশনের নেতৃত্বে সদরপুরে করোনায় মৃত্যু লাশের কাফন- দাফন সম্পূর্ণ ।

ছবি
এইচ,এম ইমরান কাজী: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মাঠ শৌলডবী গ্রামের আবুল কালাম আকনের ছেলে মোঃ রুবেল আকন ( ৩০)গতকাল সোমবার কোরোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার মৃত্যুর সংবাদ পেয়ে মাওলানা গাজী ইয়াকুব কর্তৃক প্রতিষ্ঠিত তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা টিমের প্রধান মুফতী সৈয়দ মুস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করে মৃতের পরিবার অতঃপর তার নির্দেশে তাকওয়া ফাউন্ডেশন সদরপুর উপজেলা শাখা ঐ-মৃত ব্যক্তির গোসল,কাফন,জানাযা ও দাফনকার্য সম্পাদন করেন।  জানাজার ইমামতি করেন তাকওয়া ফাউন্ডেশনের সদরপুর উপজেলা টিম প্রধান মাওঃ সাদেকুর রহমান সিদ্দিকী তার সাথে আরো সহযোগিতায় ছিলেন মাওলানা রেজাউল করীম,মাওলানা জুনায়েদ সিদ্দিকী,মাওলানা হাফিজুর রহমান ও মুহাম্মাদ শফিকুল ইসলাম ও লাদিন প্রমুখ সহ আরো অনেকে।  উলেখ্য:করোনাভাইরাস মহামারি শুরু থেকেই সারাদেশে গাজী ইয়াকুবের নেতৃত্বে সেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে। আল্লাহ তায়ালা তাদের এই খেদমত ও তাকওয়া ফাউন্ডেশন-কে কবুল করুন ও আমাদের সবাইকে হেফাজত করুন। আমীন সার্বিক যোগাযোগ- 01762829043/01747017848