পোস্টগুলি

জুন ৭, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

করোনায় মৃত্যু সাবেক বিডিয়ার সদস্যের দাফন কার্যে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা সেচ্ছাসেবীগণ

ছবি
এইচ,এম ইমরান কাজী:- ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বল্লভদী গ্রাম নিবাসী সাবেক বিডিয়ার যোয়ান কাজী নূরুল ইসলাম (৫৭) তারিখঃ ৬/ ৬/২০২০ ইং শনিবার বিকাল ৪ ঘটিকায় ইন্তেকাল করেন "ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহী রজীউন। জানা যায় করোনা পজিটিভ হওয়ায় কাজী নূরুল ইসলাম তার মুকসুদ পুরের বাসায়  আইসোলেশনে ছিলেন, ১৩ দিন আইসোলেশনে থেকে গতকাল  ইন্তেকাল করেছেন। মরহুমের লাশ তার নিজ গ্রাম বল্লভদী পৌঁছালে সালথা থানার ওসি  মোহাম্মদ আলী জিন্নাহ তাকওয়া ফাউন্ডেশন এর স্বরনাপর্ণ হন।  তাকওয়া ফাউন্ডেশন সালথা উপজেলা জিম্মাদার হযরত হাফেজ মোস্তফা কামাল সাহেব ওসি মহোদয়কে আশ্বস্ত করে ফরিদপুর জেলা তাকওয়া ফাউন্ডেশন এর টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবকে অবগত করলে তিনি তাকওয়া ফাউন্ডেশন এর  নিবেদিত সেচ্ছাসেবী হযরত মাওঃ ঝিনাতুল ইসলাম, কারী শহিদুল ইসলাম হারুন, হাঃআবুল খায়ের, মাওঃ আরিফ বিল্লাহ,মোঃ শরিফুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম প্রমুখের মাধ্যমে বৃষ্টি কাদা উপেক্ষা করে রাত ১০ টা পর্যন্ত এ লাশ দাফন কার্য সম্পাদন করেন । উল্লেখ্য:-করোনাভাইরাস মহামারি শুরু থেকেই গাজী ইয়াকুব সাহেবের তা...