করোনায় মৃত্যু সাবেক বিডিয়ার সদস্যের দাফন কার্যে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা সেচ্ছাসেবীগণ


এইচ,এম ইমরান কাজী:-ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বল্লভদী গ্রাম নিবাসী সাবেক বিডিয়ার যোয়ান কাজী নূরুল ইসলাম (৫৭) তারিখঃ ৬/ ৬/২০২০ ইং
শনিবার বিকাল ৪ ঘটিকায় ইন্তেকাল করেন "ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহী রজীউন।

জানা যায় করোনা পজিটিভ হওয়ায় কাজী নূরুল ইসলাম তার মুকসুদ পুরের বাসায়  আইসোলেশনে ছিলেন, ১৩ দিন আইসোলেশনে থেকে গতকাল  ইন্তেকাল করেছেন।
মরহুমের লাশ তার নিজ গ্রাম বল্লভদী পৌঁছালে সালথা থানার ওসি  মোহাম্মদ আলী জিন্নাহ তাকওয়া ফাউন্ডেশন এর স্বরনাপর্ণ হন।
 তাকওয়া ফাউন্ডেশন সালথা উপজেলা জিম্মাদার হযরত হাফেজ মোস্তফা কামাল সাহেব ওসি মহোদয়কে আশ্বস্ত করে ফরিদপুর জেলা তাকওয়া ফাউন্ডেশন এর টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবকে অবগত করলে তিনি তাকওয়া ফাউন্ডেশন এর  নিবেদিত সেচ্ছাসেবী হযরত মাওঃ ঝিনাতুল ইসলাম, কারী শহিদুল ইসলাম হারুন, হাঃআবুল খায়ের, মাওঃ আরিফ বিল্লাহ,মোঃ শরিফুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম প্রমুখের মাধ্যমে বৃষ্টি কাদা উপেক্ষা করে রাত ১০ টা পর্যন্ত এ লাশ দাফন কার্য সম্পাদন করেন ।

উল্লেখ্য:-করোনাভাইরাস মহামারি শুরু থেকেই গাজী ইয়াকুব সাহেবের তাকওয়া ফাউন্ডেশন সারাদেশ ব্যাপী সেবা দিয়ে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় ফরিদপুরের তরুণ প্রতিভাবান আলেম মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে ফরিদপুরের সকল উপজেলায় তাকওয়ার টিম গঠন করে গ্রাম পর্যায়ে এই সেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে, যা এ পর্যন্ত তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম ৭ টি লাশের কাফন- দাফন কার্য সম্পাদন করেছে।

বিঃদ্রঃ ফরিদপুর জেলায় আমাদের খেদমত পেতে
যোগাযোগ করুন : 01762829043

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"