চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ বাড়িতে কেন? 

কেমন আছে হাফেজ মাহমুদ

এইচ,এম ইমরান কাজী 
জার্নালীষ্ট :তাওহীদ নিউজ২৪ ফরিদপুর জেলার স্বনামধন্য হাফেজ নগরকান্দা থানার কৃতি সন্তান হাফেজ মাহমুদুল হাসান  ক্যানসার রোগে আক্রান্ত  দির্ঘদিন মহাখালী ক্যানসার হসপিটালে চিকিৎসাধীন থেকে ৬ টি কেমো এবং ২৫ টি রেডিওথেরাপি গ্রহণ করে
কেমো চলাকালীন সময়

সাময়িক সময়ের জন্য আজ ফিরেছেন তার নিজ গ্রামের বাড়ি বড় পাইককান্দিতে যারা হাফেজ সাহেব কে দেখার অধির আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু ঢাকায় থাকার কারনে দেখতে পারেন নাই তারা এখন এই কোরআনের পাখি কে বাড়িতে গিয়ে দেখে আসতে পারেন।
এম্বুলেন্স বাড়িতে পৌছেছে

নগরকান্দা ফরিদপুর সহ দেশ বিদেশের যারা তার জন্য  সাহায্য সহযোগীতা ও দোয়া করেছেন তার পরিবারের পক্ষ থেকে তার বড়ভাই মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
এবং হাফেজ মাহমুদের জন্য দোআর আহবান জানিয়েছেন

অসুস্থতার পূর্বের ছবি

মন্তব্যসমূহ

সুস্ততা কামনা করি

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"