ফরিদপুরে মুফতি মুস্তাফিজের নেতৃত্বে করোনায় মৃত্যুদের কাফন- দাফনের টিম গঠন"

এইচ,এম ইমরান কাজী: প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশের শরীয়ত সম্মত পন্থায় গোসল, জানাযা ও দাফন নিয়ে সংকটের মুখে ফরিদপুরের একদল উদ্যোমি তরুণ আলেম এগিয়ে এসেছেন। করোনায় মৃতদের দেহ থেকে ভাইরাস সংক্রমণের ভয়ে লাশ দাফনের ক্ষেত্রে সংকটের মুখে তরুণ এই আলেমদের উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসা জাগিয়েছে। ইতিমধ্যেই এই তরুণরা ভাইরাসরোধী ব্যক্তিগত নিরাপত্তার জন্য সুরক্ষার পোষাক (পিপিই)সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করেছেন। ফরিদপুরের প্রতিটি থানায় তাদের একাজ চলবে রোহিঙ্গা শরণার্থীসহ ঝড়, বন্যা, শীত’সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায়দের মাঝে ত্রাণসহায়তা পরিচালনার জন্য সুপরিচিত মাওলানা গাজী ইয়াকুবের পৃষ্টপষকোতায় মুফতি মুস্তাফিজের ত্বতাবধানে কয়েকজন তরুণ আলেম ও যুবক এ কাজে শরীক থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের মধ্যে রয়েছে। ১/আহবায়ক, মুফতী মুস্তাফিজুর রহমান 01762829043 ২/সদস্য সচিব, মাওঃজামিল সিদ্দিকী 01747017848 ৩/মাওঃআঃআহাদ সিদ্দিকী 01764703317 ৪/মাওঃশিহাব উদ্দিন01722679242 ৫/মোঃসাইফুল ইসলাম 01912217614 ...