পোস্টগুলি

সেপ্টেম্বর ৮, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আর কত নিপীড়ণ সইবে কাশ্মীর ? কাঙ্খিত আজাদী কতদূর ?

ছবি
আর কত নিপীড়ন সইবে কাশ্মীর? কাঙ্ক্ষিত আজাদী কতদিন? আল্লামা মামুনুল হক সাহেবের টাইম লাইন থেকে সংগ্রহীত । আফগান ও মুঘল আমলে কাশ্মীর ছিল মুসলিম শাসনাধীন এলাকা ৷ ১৮১৯ সালে পাঞ্জাবের শিখ রাজা রণজিৎ সিং কাশ্মীর কে করায়ত্ত করে ৷ ১৮৪৬ সালে ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানীর কাছে শিখ রাজা দুলিপ সিং পরাস্ত হলে কাশ্মীর ও জম্মু বৃটিশ শাসনাধীন হয় ৷ পরে যুদ্ধে সহযোগিতার পুরস্কারস্বরূপ গুলাব সিংয়ের কাছে - যিনি কার্যত ছিলেন শিখ রাজ্যের অধিনস্ত জম্মুর শাসক, ৭৫ লাখ নানকারশাহী (শিখ সাম্রাজ্যের মুদ্রা) নগদ অর্থের বিনিময়ে কাশ্মীরকে বিক্রি করে দেয় বৃটিশ কোম্পানী ৷ হিন্দু-রাজপূত ডোগরা বংশের শাসক  গুলাব সিংয়ের রাজত্বের মধ্য দিয়ে জম্মু কাশ্মীর লাদাখ নিয়ে একটি অভিন্ন রাজনৈতিক ভূখণ্ডের যাত্রা শুরু হয় ৷ তিনটি অঞ্চল নিয়ে গঠিত হলেও অঞ্চলটি বর্তমানে জম্মু-কাশ্মীর নামে ভারতের অন্তর্গত একটি প্রদেশের মর্যাদাপায় ৷ এই তিন অঞ্চলের জনসংখ্যার অনুপাতও ভিন্ন ভিন্ন ৷ কাশ্মীরের বর্তমান জনসংখ্যা ৭০ লাখের প্রায় ৯৫ ভাগ মুসলমান ৷ অপরদিকে জম্মুর জনসংখ্যা ৫৪ লাখ, যার মধ্যে প্রায় ৬০ শতাংশ হিন্দু ৷ আর লাদাখের জনসংখ্যা তিন...