পোস্টগুলি

এপ্রিল ১৩, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফরিদপুরের নগরকান্দায় দুইজনের করোনা সনাক্ত

ছবি
এইচ এম ইমরান কাজী:  ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত দুইজনের সন্ধান পাওয়া গেছে। এদের দুজনই নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা। এদের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে । করোনাভাইরাস পজিটিভ এসেছে ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামের ৬২ বছর বয়সী এক ব্যাক্তির। এছাড়া ও একই ইউনিয়নের আটাইল গ্রামের ৪৮ বছর বয়স্ক আরেক ব্যাক্তিরও পজেটিভ এসেছে। ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ওই দুই ব্যাক্তির উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার বিকেলে ওই দুই ব্যাক্তির প্রতিবেদন আমাদের কাছে পৌছেছে। দুজনেরই ফল পজেটিভ এসেছে। ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ওই দুই ব্যাক্তির মধ্যে একজন ঢাকা এবং অপরজন নারায়নগঞ্জ থেকে এসেছে। পাঁচ থেকে ছয় দিন আগে ওই দুই ব্যাক্তি বাড়িতে আসেন। তিনি বলেন, ওই দুই ব্যাক্তি বাড়িতে থাকতেন না। ইউপি চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রু এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ওই দুইি ব্যাক্তির বাড়িতে এসে তাদের পরিব...