বাধ্য হয়ে তালেবানের সাথে ফের আলোচনার আভাস ক্রুসেডারদের নেতা ট্রাম্পের!!

বাধ্য হয়ে তালেবানের সাথে ফের আলোচনার আভাস ক্রুসেডারদের নেতা ট্রাম্পের!! এইচ,এম ইমরান কাজী জার্নালিষ্ট:: তাওহীদ নিউজ২৪ ক্রুসেডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে আফগানিস্তানের তালেবানের সাথে শান্তি আলোচনা আবার শুরুর আভাস দিয়েছে। এ ছাড়া সে দেশটি থেকে মার্কিন সন্ত্রাসী সৈন্য প্রত্যাহারের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে। গত শুক্রবার ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে ট্রাম্প টেলিফোনে বলে, ‘আমরা আফগানিস্তান থেকে সরে আসছি। আমরা এখন তালেবানের সাথে একটা চুক্তি নিয়ে কাজ করছি। দেখা যাক কী হয়।’ এ ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু বলেনি এই ক্রুসেডার। ট্রাম্প এমন সময় এ মন্তব্য করল যখন সোমবার সফলভাবে দুই পক্ষের মধ্যে বন্দী বিনিময় হয়েছে। বন্দী একজন আমেরিকান ও এক অস্ট্রেলিয়ান অধ্যাপককে ছেড়ে দিয়েছেন তালেবানরা। বিনিময়ে তালেবানের উচ্চপদস্থ তিনজন বন্দী কমান্ডারকে মুক্তি দিতে বাধ্য হয়েছে মার্কিন মদদপুষ্ট মুরতাদ আফগান সরকার। একই সাথে, সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে ১০ জন আফগান সেনাকেও মুক্তি দিয়েছেন তালেবান। অনেকেই মনে করছেন যে, আমেরিকান কেভিন কিং ও অস্ট্রেলিয়ান টিমোথি উইকসকে ছ...