কোরআরনের_হাফেজ_মাহমুদ_কে_বাচাতে_এগিয়ে_আসুন

কোরআরনের হাফেজ মাহমুদ কে বাচাতে এগিয়ে আসুন। •••••••••••••••••••••••••••••••••••• প্রিয় দেশবাসী আমরা মনে হয় হারাতে চলেছি আমাদের একজন অমূল্য সম্পদ কে। ফরিদপুর জেলার নগরকান্দা থানার বড় পাইক কান্দি গ্রামের মাওলানা আঃ ওয়াদুদ সাহেবের মেজ ছেলে হাফেজ মাহমুদ আজ দির্ঘদিন যাবৎ মরণব্যধী ক্যান্সার রোধে আক্রান্ত, একটা মধ্যবিত্ত পরিবারের এই রোগের চিকিৎসা ব্যায়ভার বহন করা খুব কষ্ট। তাই আমি সবার কাছে হাফেজ মাহমুদুল হাসানের জন্য সার্বিক সহোযোগিতার কামনা করছি। বিশেষ করে আল্লাহ পাকের কাছে দুহাত তুলে ফরিয়াদ করুন আল্লাহ তায়ালা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। বিগত ১০ মাস যাবৎ ঢাকা মেডিকেলে ভর্তি সার্বিক সহযোগিতার জন্য যোগাযোগ তার বড় ভাই মুফতি মুস্তাফিজুর রহমান (01762829043) hm imran kazi