মৌলভীরচর আলোর মিনার পাঠাগারের পক্ষ থেকে অসহায়দের মাঝে ত্রাণ বিতরন

এইচ,এম ইমরান কাজী: করোনাভাইরাসের সংক্রমনে মানবতার ক্লান্তিলগ্নে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার অন্তর্গত মৌলভীরচর আলোর মিনার পাঠাগার জরিপের মাধ্যমে অসহায়,দরিদ্র ও মধ্যবিত্তদের ৭০ টা পরিবার কে রাতের আধারে (পাঁচ কেজি চাল,এক কেজি ডাল,এক কেজি আলু,এক কেজি আটা,এক কেজি পিয়াজ,এক কেজি তেল ও অধা কেজি লবণ) অনুমানিক সাতদিনের খাবার তাদের বাড়িতে পৌছে দেন । পাঠাগারের সভাপতি মাওলানা হুসাইন সাহেব দেশ, জাতী ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করেন এবং দেশ ও দেশের বাহির থেকে যারা এই মহতি কাজে অংশগ্রহন করেছেন তাদের সকলের স্বু-সাস্থ ও নেক হায়াত কামনা করে দুআ করেন। তিনি আরো বলেন আমাদের একর্মসুচি চলবে তাই যারা পরর্বতিতে অংশগ্রহন করতে চান তাদের যোগাযোগ করার অনুরোধ করেন। যোগাযোগ : মাওঃ হুসাইন সাহেব সভাপতি:+880 1753-575542 মাওঃ মহব্বত সাহেব সেক্রেটারি: 01720320443