মৌলভীরচর আলোর মিনার পাঠাগারের পক্ষ থেকে অসহায়দের মাঝে ত্রাণ বিতরন


এইচ,এম ইমরান কাজী:করোনাভাইরাসের সংক্রমনে মানবতার ক্লান্তিলগ্নে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার অন্তর্গত মৌলভীরচর আলোর মিনার পাঠাগার জরিপের মাধ্যমে অসহায়,দরিদ্র ও মধ্যবিত্তদের ৭০ টা পরিবার কে রাতের আধারে (পাঁচ কেজি চাল,এক কেজি ডাল,এক কেজি আলু,এক কেজি আটা,এক কেজি পিয়াজ,এক কেজি তেল ও অধা কেজি লবণ) অনুমানিক সাতদিনের খাবার তাদের বাড়িতে পৌছে দেন ।

পাঠাগারের সভাপতি মাওলানা হুসাইন সাহেব দেশ, জাতী ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করেন এবং দেশ ও দেশের বাহির থেকে যারা এই মহতি কাজে অংশগ্রহন করেছেন তাদের সকলের স্বু-সাস্থ ও নেক হায়াত কামনা করে দুআ করেন।

তিনি আরো বলেন আমাদের একর্মসুচি চলবে তাই যারা পরর্বতিতে অংশগ্রহন করতে চান তাদের যোগাযোগ করার অনুরোধ করেন।
যোগাযোগ :
মাওঃ হুসাইন সাহেব
সভাপতি:+880 1753-575542
মাওঃ মহব্বত সাহেব
সেক্রেটারি: 01720320443

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"