মোদি কেন আসবে, এর মনস্তত্ত্বটা মানুষ মোটেই ধরতে পারছে না

এইচ,এম ইমরান কাজী: আমাদের দেশে বর্তমানে যে মোদিবিরোধী আন্দোলন চলছে, তার মূল দাবি আওয়ামী লীগ সরকারকে মোদির আমন্ত্রণ বাতিল করতে হবে। বলা বাহুল্য, আওয়ামী লীগ এই কাজটি করবে না। বরং সবাইকে এই বিষয়টি উপলব্ধির চেষ্টা করতে হবে যে, মোদি কেন এদেশে আসতে চায়? সেটা উপলব্ধিতে এনে তার বিপরীত পদক্ষেপ জনগণকে নিতে হবে। মোদির যেসব বিষয় কাম্য, বলা বাহুল্য সেগুলো এদেশের মুসলমানরা প্রতিনিয়তই বুঝে-না বুঝে আঞ্জাম দিয়ে যাচ্ছে। হোটেলে হোটেলে নো বিফ সাইন ঝুলিয়ে গরুর গোশত বিক্রি বন্ধ করা, কোনো ব্যবসায়ী খাবারে গরুর গোশত দিলে তাকে হিন্দুর পা ধরিয়ে ক্ষমা চাওয়ানো, সরস্বতী পূজার মতো একটি অগুরুত্বপূর্ণ সংখ্যালঘু উৎসবের জন্য নির্বাচন-এসএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া, এদেশের মুসলমানদের মৌন সমর্থনেই হয়েছে। এছাড়াও এই মার্চ মাসেই হিন্দুরা আরেকটি বড় পদক্ষেপের জন্য উদগ্রীব হয়ে আছে, তা হলো আগামী ১৫ই মার্চ চট্টগ্রামে দেশের সবচেয়ে ব্যয়বহুল মন্দির তারা উদ্বোধনের ঘোষণা দিয়েছে, যেই মন্দির নির্মাণ করছে আর কেউ নয়, চট্টগ্রামের বাচ্চাদের ‘হরে কৃষ্ণ’ বলিয়ে প্রসাদ খাওয়ানো সেই ‘ইসকন’। মিডিয়াতে এসেছে, রাজস্থানের মাকরানা মার্বেল দিয়...