পোস্টগুলি

জুন ১২, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চেয়ারে বসে মৃত্যু করোনা রোগী, দরজা ভেঙে উদ্ধার করে কাফন কার্যে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম।

ছবি
তাওহীদ নিউজ২৪:- ফরিদপুরে জ্বর-কাশি নিয়ে ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শহরের হাউজিং ষ্টেটের মেজর আজাদের ছয়তলা একটি  ভবনের নিচতলায় ওই ব্যক্তি ভাড়া থাকতেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই ভাড়া বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই সময় তিনি ওই ফ্ল্যাটে একাই ছিলেন। ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। ফরিদপুরের কোতোয়ালি থানার পুলিশ দরজা ভেঙ্গে ঘড়ে ঢুকে ওই ব্যক্তিকে চেয়ারে বসা মৃত অবস্থায় দেখে মৃত্যু এ লাশের গোসল ও কাফন কার্য সম্পাদনে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা টিমের প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব কে ফোন করলে তিনি তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিমের নিবেদিত স্বেচ্ছাসেবী দের নিয়ে এ লাসের গোসল, কাফন ইত্যাদি সম্পাদন করেন । টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান তাওহীদ নিউজ২৪ কে  জানান এ পর্যন্ত তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম ৯ টি লাশের গোসল, কাফন ,জানাযা ও দাফন সম্পাদনের খেদমত আঞ্জাম দিয়েছেন যার মধ্যে একটি নারী ও একটি হিন্দু লাশ রয়েছে  । তিনি আরো জানান যতদিন করোনা সংকট থাকবে ততদিনে এ তাকওয়া ফাউন্ডেশন মানবতার কল্যাণে নিবেদিত থাকবে এছাড়াও ইসলাম ,দেশ ,স্বাধীনতা ও মানবতার কল্...