জামিয়া মিল্লিয়ার মসজিদে নামাজরত ছাত্রদের ওপর হামলা, বহু হতাহত

জামিয়া মিল্লিয়ার মসজিদে নামাজরত ছাত্রদের ওপর হামলা, বহু হতাহত!! এইচ এম ইমরান কাজী জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪ ভারতে নাগরিকত্ব আইন পাশের প্রতিবাদে দিল্লিতে উত্তাল বিক্ষোভ থামাতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় পুলিশ। বিক্ষোভ দমানোর অজুহাতে জামিয়ার মিল্লিয়ার ভেতর ঢুকে শিক্ষার্থীদের ওপর টিয়ার সেল গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ চালিয়েছে তারা। এমনকি জামিয়ার মসজিদে নামাজরত ছাত্রদের ওপর হামলা চালিয়েছে নির্দয়ভাবে। বহু হতাহতের সংবাদ পাওয়া যাচ্ছে। রোববার (১৫ ডিসেম্বর) মাগরিবের পর এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি। জামিয়া মিল্লিয়ার প্রধান প্রক্টর ওয়াসিম আহমদ বলেন, ‘পুলিশ অনুমতি ছাড়াই জোর করে ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। বিক্ষোভে আমাদের ছাত্ররা সহিংসতা চালায়নি।’ শিক্ষার্থীদের দাবি, ‘তারা সহিংসতা চালায়নি। তবুও পুলিশ তাদের আক্রমণ করেছে। নামাজরত ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। এবং জামিয়ার লাইব্রেরী থেকে তুলে নিয়ে গেছে আরও কয়েকজনকে।’ একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন সাবেক পুলিশ ছাত্রদের বাঁচাতে চাইলে তাকে নির্দয়ভাবে মারা হয়। এর আগে মসজিদের ইমাম মুসল্লি ছাত্রদের রক্ষা করতে আসলে তাক...