বুয়েটের ৭ দফা দাবি

বুয়েটের ছাত্রদের ৭ দফা দাবি এইচ এম ইমরান কজী বাংলাদেশ প্রকৌশলী ইন্সটিটিউট বুয়েটের ছাত্র আবরার ভারত বিরোধী পোস্ট দেওয়ার কারনে বাংলাদেশের ক্ষমতাসিল দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের বলিদান হতে হল। আজ বাংলাদেশে সত্য কথা বললে, সত্য লেখলে,বিরোধী মত প্রকাশ করলে তাকেই ছাত্রলীগ নামে জঙ্গিলীগের হাতে বলিদান হবে হবে দাবিগুলি ১। সকল অপরাধীকে সনাক্ত করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ২। সকল অপরাধীর বুয়েট থেকে আজীবন স্থায়ী বহিষ্কার করতে হবে। ৩। ৭২ ঘন্টার মধ্য শেরেবাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহার করতে হবে। ৫। বিকাল ৫ টার ভিতর ভিসি স্যারকে ক্যাম্পাসে এসে জবাবদিহি করতে হবে। ৬। গতবছরের অক্টোবর ঘটনা তদন্ত করে ৭২ ঘন্টার মধ্যে দোষীদের বিচারের অাওতায় নিয়ে অাসতে হবে। ৭। অাবরার হত্যার ও তার পরিবারের সমস্ত ব্যয় বুয়েটের প্রশাসনকে নিতে হবে।