ইসলাম সুরক্ষার এক তুলনাহীন দুর্গ দারুল উলুম দেওবন্দ।

তাওহীদ নিউজ২৪ ডেস্ক :- আমাদের মনে রাখতে হবে ইতিহাস বানোয়াট কোন গালগল্প নয়, ইতিহাস হচ্ছে পূর্বেকার জামানার মানুষের জীবনচরিত-গুরুত্বপূর্ণ ঘটনাবলি যা লেখকের কলমের অশ্রুকালিতে বেরিয়ে আসা বাস্তব সত্য, তেমনিভাবে আজকের দিন এই মূহুর্ত সবই আগামীকাল ইতিহাস বলে গণ্য হবে। যাইহোক আমি দেওবন্দ ইতিহাস সম্পর্কে লিখতে এসে অঅতিরিক্ত জ্ঞান জাহির করে পাঠকের বিরক্তির রোষানলে পড়তে রাজি নই তবে সুধী পাঠককে এতটুকু বলতেই পারি যে শুধু ইতিহাস পড়ার জন্যই পড়া না এথেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে ইতিহাসের মর্ম বুঝতে হবে। আমি দারুলউলুম দেওবন্দের মৌলিক ইতিহাসের সারাংশ আপনাদের সামনে তুলে ধরবো ইংশাআল্লাহ। ১৮৫৭ সালে আজাদি লড়াই হল। শামেলির ময়দানে মুসলিম বনাম ইংরেজ লড়াই হল সে যুদ্ধে মুসলমানের আমির ছিলেন সায়্যেদুত তায়েফাহ হাজি এমদাদুল্লাহ মক্কী মুহাজিরী( র:) আর সেনাপতি ছিলেন হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি (র:),তবে দুঃখজনক হলেও সত্য সে যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করে। হাজি এমদাদুল্লা...