আমার রক্তে বাঁচুক প্রাণ" নামে সালথায় সেচ্ছাসেবী সংগঠনের আত্বপ্রকাশ
তাওহীদ নিউজ২৪ ডেস্ক:করোনাভাইরাসের মহামারিতে মনবতার কঙ্কটকালে ফরিদপুরের সালথা থানার একদল তরুণদের সন্মনয় আনিসুর রহমান (তাজুল ইসলাম) এর আত্বপ্রচেষ্টায় “আমার রক্তে বাঁচুক প্রান” নামক সেচ্ছায় রক্তদান সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাউলিকান্দা গ্রামে ব্লাড ডোনার এই সংগঠনের এক সদস্যের বাড়িতে তাদের আত্মপ্রকাশ ঘটায়। দেশে করোনা ভাইরাস প্রার্দুভাবের কারনে সালথায় দ্রুততম সময়ে এবং জরুরী রক্তের প্রয়োজনে রক্ত দিতে আনুষ্ঠানিক ভাবে এই সংগঠনের যাত্রা শুরু। উপজেলা ভিত্তিক একঝাক তরুন মিলে তৈরি এই সংগঠন প্রায় ১শত সদস্য রয়েছে এখানে। এদের মধ্যে রয়েছে, চাকুরীজীবি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, কলেজ পড়ুয়া ছাত্র। সংগঠনের সংগঠক ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্নাস পড়ুয়া ছাত্র মো: তাজুল ইসলাম জানান, প্রানঘাতী করোনা ভাইরাস প্রার্দুভাবে এর সংক্রামণ ঠেকাতে দেশের জন্য আমাদের একটা কিছু করা উচিৎ আর সেই লক্ষেই আমাদের এই উদ্যোগ। আমরা প্রাথমিক ভাবে ১শত লোক নিয়ে শুরু করেছি আমাদের সংগঠনে যদি কেউ আসতে চায় তাহলে আমরা তাকে স্বাগত জানাবো। আমাদেরও এই সংগঠনের সকলের থেকে রক্ত দেওয়া হবে। যার যার রক্ত পরীক্ষা করে রক্তের গ্রুপ জেনে নিবো। যখন যে গ্রুপের রক্তের জন্য কল আসবে আমরা তাকে রক্ত দিতে ওই জায়গায় পাঠাবো। তাছাড়া আমরা বিভিন্ন সদস্যের কাছ থেকে রক্ত সংগ্রহ করে জমাও রাখবো। গরীব অসহায় মানুষের পাশে থাকবো। আমাদের কাছে ফোন করতে পারেন এই নাম্বারে’ ০১৭১৪৮২৯২০৪,০১৭৩৬৬১৮৫৭৭। উক্ত সংগঠনের সদস্যরা হলো, রাকিবুল ইসলাম, ইমরান হোসেন, রবিউল ইসলাম, আনিচুর রহমান, মিরান, ইলিয়াচুর রহমান, নাদিম মোল্যা, মনির হোসেন, মিলন হোসেন,নুর ইসলাম,রুবেল,মতিউর রহমান,কাইয়ুম,নয়ন মোল্যা, আলহাক প্রমূখ।
০৬ জুন ২০২০
আপনার মতামত লিখুন
মন্তব্যসমূহ