নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"


এইচ,এম ইমরান কাজী:ফরিদপুরের নগরকান্দার গোয়ালদি গ্রামে ছাগলে কলা খাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটেছে।সংর্ঘষে নারী পুরুষসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

মাওলানা মুরাদ সাহেবের পরিচালিত একটি মাহিলা মাদ্রাসায়  সিহাব মাওলানা ও নয়ন মোল্যার নেতৃত্বে হামলা করা হয়। এতে মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

গুরুতর আহতদের নগরকান্দা ও ফরিদপুর স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংর্ঘষ চলাকালিন শতাধিক ঘরবাড়ি , দোকান পাট, গরুর ফার্ম ভাংচুর করা হয় এবং ব্যাপক লুটপাট করা হয়।সরেজমিনে গিয়ে জানা যায়, জনৈক আসাদ মোল্যার ঘরে প্রতিবেশী এনায়েত মোল্যার ছাগল ঠুকে কলা খায়, এ নিয়ে দুজনের মাঝে শুরু হয় বাক বিতন্ডা। বেলা ৪ টার দিকে উভয়ে তাদের সমর্থিত লোক জন ডেকে এনে সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংর্ঘষটি রুপ নেয় সৈয়াদ আলী মোল্য বনাম জলিল তালুকদার গ্রুপে। কলার মালিক আছাদ মোল্যা আবার সৈয়াদ আলী মোল্যার ভাতিজা।
গোয়ালদী গ্রামের বিবদামান দু’গ্রুপের একটির নেতৃত্ব দেন পুরাপাড়া ইউপি চেয়ারম্যান সোবহান মাষ্টার আর অপরটির নেতৃত্ব দেন সাবেক চেয়ারম্যান মরহুম মান্নান ফকিরের ছেলে কামাল ফকির।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।