পোস্টগুলি

এপ্রিল ২২, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নিজামুদ্দিন থেকে সরাইলের জানাযা:

ছবি
নিজামুদ্দিন থেকে সরাইলের জানাযা: ওলামায়ে কেরাম ও ডা,এরতেজাদের ভূমিকা ------------------------------ আল্লামা মামুলুন হক সাম্প্রতিক বাংলাদেশের মিডিয়াপাড়া উত্তপ্ত হয়ে উঠেছে আল্লামা যুবায়ের আহমদ আনসারী রহ,এর জানাযায় লক্ষ মানুষের জমায়েতকে কেন্দ্র করে ৷ অনাকাঙ্ক্ষিত, অপরিকল্পিত, চিন্তার বাইরে, কাকতালীয়, কল্পনাতীত কিংবা হঠাৎ করে যে কোনভাবেই এই জমায়েতের কারণ আপনি ব্যক্ত করতে পারেন ৷ নিরপেক্ষ তদন্ত ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনে এই সত্যই প্রতিষ্ঠিত হবে ৷ দিন যত যাচ্ছে সংশয় ও অপপ্রচারের কালো মেঘগুলো সরে গিয়ে এই সত্যটি দিবালোকের ন্যায় প্রতিভাত হয়ে উঠছে ৷ কিন্তু লক্ষ্য করেছেন কি এই ঘর পোড়ার মধ্য দিয়ে একটি মহল ঢুকে পড়েছে তাদের আলু পুড়িয়ে নিতে ? হ্যাঁ আমি পাগড়ীওয়ালা সেই নাটকের মঞ্চাভিনেতা ডাক্তার এরতেজা হাসানের কথাই বলছি ৷ ঝোপ বুঝে কোপ মারতে এতটুকু কালক্ষেপণও করেনি ৷ কিন্তু একথা তার জানা নেই, মিথ্যা যত বেশি দানবীয় রূপ নিয়েই আধিপত্য বিস্তার করুক কিন্তু সত্যের জয় অবশ্যম্ভাবী ৷ মূল প্রসঙ্গে যাওয়ার আগে পার্শ্ববর্তী ভারতের সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত নিজামুদ্দিন মারকাজ ও মা...