পোস্টগুলি

ডিসেম্বর ২৩, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মোদি সরকারের অর্থায়নে ঢাকার চারপাশে মসজিদ-মাদ্রাসা ভাঙ্গার তালিকা

ছবি
এইচ,এম ইমরান কাজী  জার্নালিষ্ট: তাওহীদ নিউজ ২৪  সম্প্রতি ভারতের মোদি সরকারের অর্থায়নে ঢাকার চারপাশে নদী তীরবর্তী বিভিন্ন ইসলাম ধর্মীয় স্থাপনা ভাঙ্গার উদ্যোগ নেয়া হয়েছে।  এর মধ্যে আছে ৬০টি জামে মসজিদ, ২টি নামাজঘর, ৫টি মাজার-দরবার, ১৩টি মাদ্রাসা, ১টি ঈদগাহ, ৪টি কবরস্থান এবং ১টি মৃতদের গোসলের স্থান আছে।  (মোট ৮৬টি) এক্ষেত্রে নদী রক্ষার নাম মুখে আনা হলেও নৌপরিবহন মন্ত্রনালয়ের এক সচিবের স্পষ্ট বক্তব্য হলো- “এখানে বিদেশীরা আসবে, পর্যটন কেন্দ্র হবে, সৌন্দর্য্য্ লাগবে। এখানে কোন প্রকার ধর্মীয় স্থাপনা রাখা যাবে না।  এগুলো সরিয়ে ফেলা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ” উল্লেখ্য, এই মসজিদ ও ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠানাগুলোর প্রায় সবগুলোর ওয়াফক-রেজিস্ট্রেশন কাগজ আছে, অনেকগুলো বহু বছর পুরাতন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।  এই মসজিদগুলোর সাথে নদীর গতিপথের কোন প্রকার সম্পর্ক নাই।  কিন্তু সরকার জাস্ট গায়ের জোরে এগুলোকে অঅনুমোদিত/অবৈধ/‘নদী বাচানো’ মিথ্যা ট্যাগ গিয়ে ভাঙ্গার প্ল্যান নিয়েছে।  এক্ষেত্রে তারা মসজিদ কমিটির একশ্রেণীর অসাধু ব্যক্তিকে ঘুষ দিয়ে কিংবা ভেঙ্গে অন্য...

মারকাযুল নূর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তিক আয়োজিত শুরু হলো দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

ছবি
প্রধান অতিথিঃ হাফেজ মাওলানা মুফতি উসামা আমিন মুহাদ্দিসঃ খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জ প্রধান আকর্ষণঃ বিশ্বসেরা হাফেজদের উস্তাদ হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী  চেয়ারম্যানঃ  মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ উপস্থিত থাকবেন  প্রশাসনিক কর্মকর্তাসহ আরো অন্যান্য ওলামা একরাম গণ প্রধান বিচারকঃ হাফেজ ক্বারী মাওলানা সাইদুর রহমান যশোরী প্রশিক্ষক ও বিচারকঃ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হাফেজ ক্বারী মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা প্রশিক্ষক ও বিচারকঃ হুফফাজুল ফাউন্ডেশন বাংলাদেশ বিচারকমণ্ডলীঃ হাফেজ কারী মোজাফফর হোসেন হাফেজ কারী ইসরাফিল হাফেজ কারী রায়হান ভূঁইয়া হাফেজ ক্বারী খালেদ সাইফুল্লাহ           চূরান্ত পর্ব  27 শে ফেব্রয়ারী বৃহস্পতিবার             স্হান মারকাজুল ফিকহিল  ইসলামী উত্তরা 10 নাম্বার সেক্টর, 1 নাম্বার রোড, 2 নাম্বার বাসা. গ্রুপ সমূহ ১/ ধারাবাহিক যে কোনো পাঁচ পারা  বয়স 10 বছর. ২/ ধারাবাহিক যেকোনো দাশ পারা বয়স 15 বছর. বিভিন্ন জেলায় আমাদের কেন্দ্...

নুরের ওপর হামলায় 'আহসান হাবিবের নিন্দা'

ছবি
    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আহসান হাবিব।  তিনি বলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আহুত সংহতি ও প্রতিবাদ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ নামধারী ছাত্রলীগের হামলায় ডাকসু ভিপি নুরুল হক নুর, হাসান আল মামুন, রাশেদ খান, ফারুক হাসানসহ অর্ধশতাধিক ছাত্র আহত হন। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রসঙ্গত:রোববার দুপুর পৌনে ১টার দিকে ডাকসু ভবনের নিজ কক্ষে হামলার শিকার হন ভিপি নুর। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইটপাটকেল ছোড়েন। হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।