ফরিদপুরের আরো ৩ মুসুল্লি করোনায় আক্রান্ত



মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর এলাকায় তাবলিগ জামাতে (সাদ গ্রুপের)থাকা ফরিদপুরের আরো তিনজন মুসল্লি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার পর তাঁদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার(৭ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জজের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ। এর আগে গত   শনিবার (৪এপ্রিল)  রাতে বাকি মুন্সী নামে এক মুসল্লির করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ নিয়ে সিঙ্গাইরে তাবলিগ জামাতের ৪ মুসুল্লি করোনাভাইরাসে আক্রান্ত হন।
নতুন করে করোনায় আক্রান্ত মুসল্লিদের সবার বাড়ি ফরিদপুরে। তাঁদের একজনের বয়স ১৭ বছর, আরেকজনের ৮০ বছর এবং অপরজনের ৬৫ বছর।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ ১৩ জন তাবলিগ জামাতের মুসল্লি ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভাধীন আজিমপুর এলাকায় একটি মাদ্রাসায় আসেন। কয়েক দিন আগে এক মুসুল্লির (৬০) সর্দি, জ্বর ও কাশি শুরু হয়। করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত শনিবার তিনি আইইডিসিআর-এ গিয়ে করোনার নমুনা পরীক্ষা করেন। ওই দিন রাত ১১ টার দিকে নমুনা পরীক্ষায় জানা যায়, ওই মুসুল্লি করোনাভাইরাসে আক্রান্ত। এরপর সিঙ্গাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অপর ১২ মুসল্লি ও স্থানীয় ৬ ব্যক্তিসহ মোট ১৮ জনকে ওই মাদ্রাসায় কোয়ারেন্টিনে রাখা হয়। এ ছাড়া স্থানীয় আরো ১০ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। প্রথমে আক্রান্ত ওই মুুুসল্ললির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ায় গত রোববার (৫এপ্রিল) আইইডিসিআর-এর প্রতিনিধি দল ওই মাদ্রাসায় আসেন। ওই দিন ১১ জন মুসুল্লির শরীরের করোনার নমুনা সংগ্রহ করে তাঁরা নিয়ে যান। আইইডিসিআর-এ নমুনা পরীক্ষার পর গত সোমবার(৬ এপ্রিল) রাতে তাঁদের মধ্যে তিনজন মুসুল্লি কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের সিভিল সার্জন।

সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, প্রথম করোনায় আক্রান্ত মুসল্লিকে আইইডিসিআর এর তত্ত্বাবধানে ঢাকার একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। নতুন আক্রান্ত তিন মুসুল্লিকে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হলেও আজ তাদেরকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

(সূত্রঃ খোলাচোখ ২৪ ডটকম)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"