একজন আলেমের ছেলের সাহায্যে এগিয়ে আসুন
একজন আলেমের ছেলের সাহায্যে এগিয়ে আসুন
![]() |
সাহায্যের আবেদন |
নাম:জোনায়েত মুন্সী
বয়ষ:১বছর ৭মাস
গ্রাম:মৌলভীরচর,চরভদ্রাসন, ফরিদপুর
রোগ:#হার্টে_দুটি_ছিদ্র
প্রসঙ্গ: ঢাকার সালাহউদ্দীন হাসপাতালের ডাক্টার বলেছে বাচ্চার হার্টে দুটি ছিদ্র হয়েছে যার চিকিৎসা বাংলাদেশে নাই ভারতে নিয়ে এর চিকিৎসা করাতে হবে যার খরচ নির্ধারণ করা হয়েছে প্রায় চার লক্ষ টাকা এদিকে বাবা একজন মাদ্রাসার শিক্ষক যৎসামান্য বেতনের টাকা দিয়ে তিন ছেলেসহ পরিবার নিয়ে কোন করম দিন কাটে।
এখন এই ছেলের চিকিৎসারর জন্য সমাজের হ্রদয়বান ব্যক্তিদের কাছে আকুল আবেদন এই আলেমের ছেলের চিকিৎসারর জন্য এগিয়ে আসুন।
আগামী মাসে তাকে ভারতে নেওয়ার ডেট দিয়েছে ডাক্টার, মাঝে মাঝে ছেলেটি অজ্ঞান হয়ে যায় এবং পরিবারে কান্নাকাটি শুরু হয়ে যায়।
ছেলের বাবার বিকাশ নম্বর 01742112254
মন্তব্যসমূহ