আলোর মিনার পাঠাগারের উদ্দোগে শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ


এইচ,এম ইমরান কাজীফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর এর একঝাক দ্বীণদার  তরুণদের হাতে গড়া সেবামুলক সংগঠন আলোর মিনার পাঠাগারের উদ্দোগে চরভদ্রাসনের গরিব অসহায় ও দুঃস্হদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
প্রায় শতাধীক পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন স্হানীয় জনপ্রতিনিধি ও পাঠাগারের উপদেষ্টা মন্ডলি পরিষদ।
এসময় উপস্তিত ছিলেন চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুতা মোল্যা,৩নং ইউনিয়ন চেয়ারম্যান আজাদ খান,সমাজ সেবক মন্টু মুধা,উপদেষ্টা মন্ডলি মুফতি জাকারিয়া, মাওঃসিদ্দিকুর রহমান,মুফতি সেলিম,
এইচ এম ইমরান কাজী,মাওঃ মহব্বত হোসেন,মাওঃ আশিকুর রহমান,আঃ কাইয়ুম,কাওছার মোল্যা মাওঃআঃআহাত সিদ্দিকি ও পাঠাগারের সদস্য বৃন্দসহ এবং স্হানীয় জনগণ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"