পোস্টগুলি

মার্চ, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বিবস্ত্র স্বাধীনতা ঝুলন্ত লাশ...!

ছবি
এইচ,এম ইমরান কাজী  তিন লাখ টাকা না দেয়াতেই থানায় পুলিশ হেফাজতে সন্দেহভাজন আসামী নির্যাতন করে হত্যা! জানা গেছে, বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া গ্রামে গত বছর ৩ নভেম্বরে ইব্রাহিম নামের একজন কৃষককে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যা মামলায় শানু হাওলাদারের সৎ ভাই মিজানুর রহমান হাওলাদার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় শানু হাওলাদারকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন আসামি হিসেবে আমতলী থানায় নিয়ে আসে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, শানুকে আটকের তার পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেন আমতলী থানার ওসি আবুল বাশার ও পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি। টাকা না পেয়ে শানু হাওলাদারকে থানা হাজতে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করে। পরে নিহতের ছেলে সাকিব হোসেন মঙ্গলবার ওসি আবুল বাশারকে ১০ হাজার টাকা দিয়ে আসে। কিন্তু তাতে তিনি তুষ্ট হননি। বুধবার পরিবারের লোকজন শানু হাওলাদারের সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ দেখা করতে দেয়নি। এদিকে ওসি আবুল বাশার দাবি করেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে শানু ওয়াস রুমে যাওয়ার কথা বললে পুলিশ তাকে ওয়াশ রুমে নিয়ে যায়। ...

ফরিদপুরের সালথায় হেফাজতে ইসলামের কর্মসূচি।

ছবি
এইচ,এম ইমরান কাজী : পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী আজ সালথা থানা হেফাযতে ইসলামের কর্মীরা সোনাপুর বাজারে ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিশাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। হাজার হাজর তাওহীদি জনতার উপস্থিতে বক্তব্য রাখেন মাওলানা নিজামউদ্দিন, হাফজ মোস্তফা কামাল, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নূরুল আমিন, প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা লিয়াকত আলী বলেন যদি ভারতে মুসলিম হত্যা বন্ধ না হয় তাহলে ভারত অভিমুখে লংমার্চ করা হবে ইনসাআল্লাহ।  সভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান আলেমে দ্বীন বিশিষ্ট রাজনীতিবিদ ফরিদপুর জেলা হেফাযতে ইসলামের সম্মানিত সভাপতি আল্লামা জহুরুল হক সাহেব এ ছাড়া সভায় আরো অনন্য উলায়ে কেরাম উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস থেকে বাঁচতে অাল্লামা অাহমদ শফীর পাঁচটি বি‌শেষ পরামর্শ

ছবি
এইচ,এম ইমরান কাজী: চীনের উহান শহর থে‌কে বের হ‌য়ে এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে‌ছে করোনাভাইরাস। যা এখন সবার মাঝে এক মহা আতংক ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। অার এখান বাঁচ‌তে পাঁচ‌টি শরীয়াহ‌ভি‌ত্তিক পরামর্শ প্রদান করেছেন হেফাজতে ইসলাম বাংলা‌দেশ এর অামীর, দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক অাল্লামা শাহ অাহমদ শফী। অাজ (মঙ্গলবার) ১০ শে মার্চ ‌সন্ধ্যা ৬টায় গণমাধ্য‌মে পাঠা‌নো এক বিবৃ‌তি‌তে তি‌নি জনগ‌ণের প্রতি পাঁচটি পরামর্শ প্রদান ক‌রেন। অাল্লামা অাহমদ শফী বলেন, ক‌রোনাভাইরাস থে‌কে বাঁচ‌তে কুরঅান-সুন্নাহর অা‌লো‌কে কিছু পরামর্শ দি‌তে চাই! এক. রোগ-মহামা‌রি কিংবা দুর্য‌োগ অাল্লাহ তায়ালার পক্ষ হ‌তে অা‌সে। বান্দা‌দের পরীক্ষা করতে বি‌ভিন্ন সময় অাল্লাহ তায়ালা এমন ক‌রে থাক‌েন। যেমন পবিত্র কুরঅা‌নে ব‌র্ণিত হ‌য়ে‌ছে, "অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে ধৈর্যধারণকারীদের জন্য রয়েছে সুসংবাদ।' (সূরা বাকারা: ১৫৫) তাই বর্তমান সময়‌ে অামাদের উ‌চিত হ‌বে ধৈর্যধারণ কর‌া, অাল্লাহ তায়ালার উপর বিশ্বাস অা‌রো সুদৃঢ় করা এবং তাঁর কা‌ছে...

দক্ষিণবঙ্গ অচল করার ঘোষনা ফরিদপুর চরভদ্রাসনের বিক্ষোভে

ছবি
এইচ,এম ইমরান কাজী:  ভারতের মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদিদের নির্যাতন, হত্যা,অগ্নিসংযোগ ও মসজিদ ভাংগার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে চরভদ্রাসন উলামা পরিষদ,হাজার হাজার তাওহীদি জনতার উপস্থিতিতে মাওলানা জহুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,মুফতি জাকারিয়া, হাফেজ আঃ মান্নান সাহেব,মাওলানা ইমরান কাজী,মুফতি সেলিম হোসেন,মাওঃ আঃ আহাদ সিদ্দিকী, মাওঃ সাদিকুর রহমান,জনাব শহিদুল ইসলাম,জনাব মুতাজ্জেল মৃধা,এসময় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা  হেফাজতের জয়েন্ট সেক্রেটারি মুফতি মুস্তাফিজুর রহমান বলেন যদি ভারতে মুসলমানদের উপর এই গণহত্যা বন্ধ না হয়,এবং ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকি উপলক্ষে গুজরাটের কসাই মোদির বাংলাদেশ সফর বাতিল না করা হয় তাহলে দক্ষীণ বঙ্গ অচল করে দেওয়া হবে ইনসাআল্লাহ এসময় আগামী ১২ ই মার্চ ফরিদপুরে  সমাবেশেরর  কর্মসূচী ঘোষণা দেন।  মুফতি আঃ সবুর সাহেবের সভাপতির বক্তব্য ও দুআর মাধ্যমে সমাবেশ শেষ হয়।

দক্ষিনবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা ফরিদপুর চরভদ্রাসনের বিক্ষোভে

এইচ,এম ইমরান কাজী:  ভারতের মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদিদের নির্যাতন, হত্যা,অগ্নিসংযোগ ও মসজিদ ভাংগার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে চরভদ্রাসন উলামা পরিষদ,হাজার হাজার তাওহীদি জনতার উপস্থিতিতে মাওলানা জহুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,মুফতি জাকারিয়া, হাফেজ আঃ মান্নান সাহেব,মাওলানা ইমরান কাজী,মুফতি সেলিম হোসেন,মাওঃ আঃ আহাদ সিদ্দিকী, মাওঃ সাদিকুর রহমান,জনাব শহিদুল ইসলাম,জনাব মুতাজ্জেল মৃধা,এসময় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা  হেফাজতের জয়েন্ট সেক্রেটারি মুফতি মুস্তাফিজুর রহমান বলেন যদি ভারতে মুসলমানদের উপর এই গণহত্যা বন্ধ না হয়,এবং ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকি উপলক্ষে গুজরাটের কসাই মোদির বাংলাদেশ সফর বাতিল না করা হয় তাহলে দক্ষীণ বঙ্গ অচল করে দেওয়া হবে ইনসাআল্লাহ এসময় আগামী ১২ ই মার্চ ফরিদপুরে  সমাবেশেরর  কর্মসূচী ঘোষণা দেন।  মুফতি আঃ সবুর সাহেবের সভাপতির বক্তব্য ও দুআর মাধ্যমে সমাবেশ শেষ হয়।

মোদির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ৬১ জেলার খবর-

ছবি
এইচ,এম ইমরান কাজী:  আজকে সারা বাংলাদেশব্যাপী মুসলমানরা ভারতে মুসলিম নির্যাতন এবং বাংলাদেশে কসাই মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। “মুসলমানদের রক্ত  বৃথা যেতে দেবো না”. “কসাই মোদির দুই গালে, জুতা মারো তালে তালে” শ্লোগানে মুখরিত হয়েছে বাংলাদেশের প্রতিটি অঞ্চল। অনলাইনে প্রাপ্ত বিক্ষোভ মিছিলের খবরগুলো আমি একত্রিত করার চেষ্টা করেছি। ৬৪ জেলার মধ্যে মোট ৬১টি জেলায় খরব আমি পেয়েছি। তবে খুজে পাইনি ৩টি জেলা- বান্দরবান, চাপাইনবাবগঞ্জ এবং শেরপুর জেলার খবর। এই জেলার কোন খবর পেলে তার লিঙ্ক কমেন্টে দিলে আমি আপলোড করে দিবো। তবে আমার দেয়া তথ্য ছাড়াও আরো বহু বিক্ষোভ মিছিল আজ অনুষ্ঠিত হয়েছে। আপনারা সেগুলোও কমেন্টবক্সে লিঙ্ক হিসেবে দিতে পারেন। তবে আমার ভালো লাগছে, বাংলাদেশের মুসলমানরা সকল ভেদাভেদ ভুলে মুসলমানদের স্বার্থে এবং হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে একত্রিত হয়েছে, এটা খুবই পজিটিভ দিক। আজকে প্রত্যেক জেলায় জেলায় এই বিক্ষোভ সমাবেশ দেখে অনুধাবন করা যায়, বাংলাদেশে বৃহৎ ইসলামী শক্তি বিদ্যমান, শুধু তাদেরকে একটি প্ল্যাটফর্মে আনা দরকার। ঢাকা বিভাগ- ১. ঢাকা -https://bit.ly/2x83lqX,...

ফরিদপুরের নগরকান্দায় মুদি বিরোধী বিশাল বিক্ষোভ সমাবেশ

ছবি
এইচ,এম ইমরান কাজী জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪ ভারতের গোটা রাজ্য জুড়ে নির্বিচারে মুসলিম হত্যা, নির্যাতন ও মসজিদে অগ্নি সংযোগ - এর প্রতিবাদে শুক্রবার  জুম্মার নামাজ শেষে সারা দেশের ন্যায়, ফরিদপুরের নগরকান্দায়  কেন্দ্রীয় বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী এম এন একাডেমীর মাঠে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়, এসময় দুর দুরান্ত থেকে ছুটে আশা ধর্ম প্রাণ মুসল্লিগণ এসময় সংক্ষিপ্ত এক বক্তব্যে, ভারতের ক্ষমতা ধর প্রধান মন্ত্রীর বিরুদ্ধে কড়া সমালোচনা করেন  মুফতি ইসমোতুল্লাহ কাসেমী পীর সাহেব এর নেতৃত্বে  সমাবেশে আরও বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান,মাওঃ সাইফুল ইসলাম ফরিদপুরী,মুফতি সাইফ মাহমুদ সহ বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ওলামায়ে কেরাম গণ। মুসলিম বিদ্বেষ হিন্দু রাজ্যর প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন এবং আগামী ১২ ই মার্চ ফরিদপুরের বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান জানান উপস্থিত মুসোলমান গণ।

মোদি কেন আসবে, এর মনস্তত্ত্বটা মানুষ মোটেই ধরতে পারছে না

ছবি
এইচ,এম ইমরান কাজী:  আমাদের দেশে বর্তমানে যে মোদিবিরোধী আন্দোলন চলছে, তার মূল দাবি আওয়ামী লীগ সরকারকে মোদির আমন্ত্রণ বাতিল করতে হবে। বলা বাহুল্য, আওয়ামী লীগ এই কাজটি করবে না। বরং সবাইকে এই বিষয়টি উপলব্ধির চেষ্টা করতে হবে যে, মোদি কেন এদেশে আসতে চায়? সেটা উপলব্ধিতে এনে তার বিপরীত পদক্ষেপ জনগণকে নিতে হবে। মোদির যেসব বিষয় কাম্য, বলা বাহুল্য সেগুলো এদেশের মুসলমানরা প্রতিনিয়তই বুঝে-না বুঝে আঞ্জাম দিয়ে যাচ্ছে। হোটেলে হোটেলে নো বিফ সাইন ঝুলিয়ে গরুর গোশত বিক্রি বন্ধ করা, কোনো ব্যবসায়ী খাবারে গরুর গোশত দিলে তাকে হিন্দুর পা ধরিয়ে ক্ষমা চাওয়ানো, সরস্বতী পূজার মতো একটি অগুরুত্বপূর্ণ সংখ্যালঘু উৎসবের জন্য নির্বাচন-এসএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া, এদেশের মুসলমানদের মৌন সমর্থনেই হয়েছে। এছাড়াও এই মার্চ মাসেই হিন্দুরা আরেকটি বড় পদক্ষেপের জন্য উদগ্রীব হয়ে আছে, তা হলো আগামী ১৫ই মার্চ চট্টগ্রামে দেশের সবচেয়ে ব্যয়বহুল মন্দির তারা উদ্বোধনের ঘোষণা দিয়েছে, যেই মন্দির নির্মাণ করছে আর কেউ নয়, চট্টগ্রামের বাচ্চাদের ‘হরে কৃষ্ণ’ বলিয়ে প্রসাদ খাওয়ানো সেই ‘ইসকন’। মিডিয়াতে এসেছে, রাজস্থানের মাকরানা মার্বেল দিয়...