পোস্টগুলি

মোদির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ৬১ জেলার খবর-

ছবি
এইচ,এম ইমরান কাজী:  আজকে সারা বাংলাদেশব্যাপী মুসলমানরা ভারতে মুসলিম নির্যাতন এবং বাংলাদেশে কসাই মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। “মুসলমানদের রক্ত  বৃথা যেতে দেবো না”. “কসাই মোদির দুই গালে, জুতা মারো তালে তালে” শ্লোগানে মুখরিত হয়েছে বাংলাদেশের প্রতিটি অঞ্চল। অনলাইনে প্রাপ্ত বিক্ষোভ মিছিলের খবরগুলো আমি একত্রিত করার চেষ্টা করেছি। ৬৪ জেলার মধ্যে মোট ৬১টি জেলায় খরব আমি পেয়েছি। তবে খুজে পাইনি ৩টি জেলা- বান্দরবান, চাপাইনবাবগঞ্জ এবং শেরপুর জেলার খবর। এই জেলার কোন খবর পেলে তার লিঙ্ক কমেন্টে দিলে আমি আপলোড করে দিবো। তবে আমার দেয়া তথ্য ছাড়াও আরো বহু বিক্ষোভ মিছিল আজ অনুষ্ঠিত হয়েছে। আপনারা সেগুলোও কমেন্টবক্সে লিঙ্ক হিসেবে দিতে পারেন। তবে আমার ভালো লাগছে, বাংলাদেশের মুসলমানরা সকল ভেদাভেদ ভুলে মুসলমানদের স্বার্থে এবং হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে একত্রিত হয়েছে, এটা খুবই পজিটিভ দিক। আজকে প্রত্যেক জেলায় জেলায় এই বিক্ষোভ সমাবেশ দেখে অনুধাবন করা যায়, বাংলাদেশে বৃহৎ ইসলামী শক্তি বিদ্যমান, শুধু তাদেরকে একটি প্ল্যাটফর্মে আনা দরকার। ঢাকা বিভাগ- ১. ঢাকা -https://bit.ly/2x83lqX,...

ফরিদপুরের নগরকান্দায় মুদি বিরোধী বিশাল বিক্ষোভ সমাবেশ

ছবি
এইচ,এম ইমরান কাজী জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪ ভারতের গোটা রাজ্য জুড়ে নির্বিচারে মুসলিম হত্যা, নির্যাতন ও মসজিদে অগ্নি সংযোগ - এর প্রতিবাদে শুক্রবার  জুম্মার নামাজ শেষে সারা দেশের ন্যায়, ফরিদপুরের নগরকান্দায়  কেন্দ্রীয় বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী এম এন একাডেমীর মাঠে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়, এসময় দুর দুরান্ত থেকে ছুটে আশা ধর্ম প্রাণ মুসল্লিগণ এসময় সংক্ষিপ্ত এক বক্তব্যে, ভারতের ক্ষমতা ধর প্রধান মন্ত্রীর বিরুদ্ধে কড়া সমালোচনা করেন  মুফতি ইসমোতুল্লাহ কাসেমী পীর সাহেব এর নেতৃত্বে  সমাবেশে আরও বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান,মাওঃ সাইফুল ইসলাম ফরিদপুরী,মুফতি সাইফ মাহমুদ সহ বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ওলামায়ে কেরাম গণ। মুসলিম বিদ্বেষ হিন্দু রাজ্যর প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন এবং আগামী ১২ ই মার্চ ফরিদপুরের বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান জানান উপস্থিত মুসোলমান গণ।

মোদি কেন আসবে, এর মনস্তত্ত্বটা মানুষ মোটেই ধরতে পারছে না

ছবি
এইচ,এম ইমরান কাজী:  আমাদের দেশে বর্তমানে যে মোদিবিরোধী আন্দোলন চলছে, তার মূল দাবি আওয়ামী লীগ সরকারকে মোদির আমন্ত্রণ বাতিল করতে হবে। বলা বাহুল্য, আওয়ামী লীগ এই কাজটি করবে না। বরং সবাইকে এই বিষয়টি উপলব্ধির চেষ্টা করতে হবে যে, মোদি কেন এদেশে আসতে চায়? সেটা উপলব্ধিতে এনে তার বিপরীত পদক্ষেপ জনগণকে নিতে হবে। মোদির যেসব বিষয় কাম্য, বলা বাহুল্য সেগুলো এদেশের মুসলমানরা প্রতিনিয়তই বুঝে-না বুঝে আঞ্জাম দিয়ে যাচ্ছে। হোটেলে হোটেলে নো বিফ সাইন ঝুলিয়ে গরুর গোশত বিক্রি বন্ধ করা, কোনো ব্যবসায়ী খাবারে গরুর গোশত দিলে তাকে হিন্দুর পা ধরিয়ে ক্ষমা চাওয়ানো, সরস্বতী পূজার মতো একটি অগুরুত্বপূর্ণ সংখ্যালঘু উৎসবের জন্য নির্বাচন-এসএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া, এদেশের মুসলমানদের মৌন সমর্থনেই হয়েছে। এছাড়াও এই মার্চ মাসেই হিন্দুরা আরেকটি বড় পদক্ষেপের জন্য উদগ্রীব হয়ে আছে, তা হলো আগামী ১৫ই মার্চ চট্টগ্রামে দেশের সবচেয়ে ব্যয়বহুল মন্দির তারা উদ্বোধনের ঘোষণা দিয়েছে, যেই মন্দির নির্মাণ করছে আর কেউ নয়, চট্টগ্রামের বাচ্চাদের ‘হরে কৃষ্ণ’ বলিয়ে প্রসাদ খাওয়ানো সেই ‘ইসকন’। মিডিয়াতে এসেছে, রাজস্থানের মাকরানা মার্বেল দিয়...
এইচ,এম ইমরান কাজী ঢাকার কেরানীগঞ্জের মোহাম্মাদপুরে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ হচ্ছে। মোহাম্মদপুরের কলাতিয়া জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার ক্যাম্পাসে বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। ভারতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরআরএস-এর কর্মীদের হাতে নির্মমভাবে ধ্বংস হয় ঐতিহাসিক বাবরি মসজিদ। সে মসজিদের আদলেই ঢাকার কলাতিয়া জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ায়র ক্যাম্পাসে নির্মাণ করা হবে এ মসজিদ। মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আল্লামা আহমদ শফী। মাওলানা মামুনুল হক পরিচালিত জামিয়াতুত তারবিয়া আল-ইসলামিয়ার ক্যাম্পাসে সকাল ৯ টায় অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের নামেই এ মসজিদের নামকরণ করা হয়। মসজিদের উদ্বোধন উপলক্ষ্য জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে মাদরাসার চত্বরে এক বিশাল ইসলামী মহাসম্মেলনেরও আয়োজন ছিল। এ আয়োজনে প্রধান অতিথিও ছিলেন আল্লামা শাহ আহমদ শফী।

ঢাকায় নির্মাণ হচ্ছে বাবরি মসজিদ

এইচ,এম ইমরান কাজী ঢাকার কেরানীগঞ্জের মোহাম্মাদপুরে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ হচ্ছে। মোহাম্মদপুরের কলাতিয়া জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার ক্যাম্পাসে বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। ভারতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরআরএস-এর কর্মীদের হাতে নির্মমভাবে ধ্বংস হয় ঐতিহাসিক বাবরি মসজিদ। সে মসজিদের আদলেই ঢাকার কলাতিয়া জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ায়র ক্যাম্পাসে নির্মাণ করা হবে এ মসজিদ। মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আল্লামা আহমদ শফী। মাওলানা মামুনুল হক পরিচালিত জামিয়াতুত তারবিয়া আল-ইসলামিয়ার ক্যাম্পাসে সকাল ৯ টায় অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের নামেই এ মসজিদের নামকরণ করা হয়। মসজিদের উদ্বোধন উপলক্ষ্য জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে মাদরাসার চত্বরে এক বিশাল ইসলামী মহাসম্মেলনেরও আয়োজন ছিল। এ আয়োজনে প্রধান অতিথিও ছিলেন আল্লামা শাহ আহমদ শফী।

অনেক কেন্দ্র দখল করে রেখেছে আওয়ামীলিগ ঢুকতে পারছে না বি এন পি

ছবি
এইচ,এম ইমরান কাজী  জার্নালীষ্ট:তাওহীদ নিউজ ২৪ বাংলামোটরে খোদেজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ২১নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বিজয়ের ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেনশুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টা। নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকা ইস্কাটন গার্ডেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হতে যাওয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটকে কেন্দ্র করে ইতোমধ্যে মহানগরীর প্রশস্ত রাস্তাগুলোয় গাড়িঘোড়ার আনাগোনা কম, দোকানপাটগুলো বন্ধ হতে শুরু হয়েছে। এরইমধ্যে তরুণ-যুবকদের অবস্থানে গমগম করছিল ডিএসসিসির ১৯ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ‘ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কটি। কথা বলে জানা গেলো, তারা ওয়ার্ডের ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী আবদুস সালামের সমর্থক এবং তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার এক সমর্থক জানালেন, পরিবেশ শান্ত ও প্রতীক্ষা কেবল সকালের- শনিবার যেন তাদের কাছে পরম আরাধ্য। বাংলামোটরে খোদেজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে শাহবাগ থানার ওসি আবুল হাসান কুশল বিনিময় করছেন স্থানীয় আ. লীগ নেতাকর্মীদের সঙ্গেশুক্রবার রাত ১২টায় এ প...

ফরিদপুরে স্কাউট শেষে ক্লাস চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ল স্কুলছাত্রী

ছবি
এইচ,এম ইমরান কাজী  জার্নালিষ্ট :তাওহীদ নিউজ২৪  ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর জনসংঘ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন মারা গেল তন্বী আক্তার নামে নবম শ্রেণির এক ছাত্রী। তন্বী আক্তার আকোটেরচর ইউনিয়নের নতুন ছলেনামা গ্রামের মো. শাহজাহান মৃধা ও ফরিদা বেগমের মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে দ্বিতীয় তন্বী। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের কুচকাওয়াজ সমাবেশ শেষ করে ক্লাসে প্রবেশ করে স্কুলছাত্রী তন্বী। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে সহপাঠীরা এবং বিদ্যালয়ের শিক্ষকরা সদরপুর হাসপাতালে নিয়ে যায় তন্বীকে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মাদ ওমর ফয়সাল তাকে মৃত ঘোষণা করেন। তন্বীর সহপাঠী তাছলিমা আক্তার জানায়, আমার পাশেই বসে ছিল তন্বী। হঠাৎ অসুস্থ হয়ে আমার শরীরের ওপর ঢলে পড়ে তন্বী। পরে আমি ও অন্য শিক্ষার্থীরা তাকে উঠাতে চেষ্টা করি। কিন্তু তাকে উঠাতে পারেনি আমরা। ক্লাসেই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ খান বলেন, তন্বী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। ক...