পোস্টগুলি

অক্টোবর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অপরাধী সঙ্গীতই যার জীবরের অপরাধ হল।

ছবি
অপরাধী সঙ্গীতই যার জীবনেরর  অপরাধ হল। এইচ,এম ইমরান কাজী জার্নালীষ্ট:তাওহীদ নিউজ২৪ গতকাল রাতে ডিবি পরিচয়ে কলরব শিল্পীগুষ্টির প্রধান নির্বাহী পরিচালক বদরুজ্জান ও তাওহীদ ইসলাম কে তুলে নিয়েগেছে। প্রসঙ্গ গতকয়েক দিন আগে ভোলায় হিন্দু যুবক কতৃক রাসুল সাঃ কে ফেছবুকে কটুক্তি করার যের দরে তাওহীদি জনতার উপর পুলিশের নির্বিচারে গুলির প্রতিবাদে "প্রতিবাদি সঙ্গীত অপরাধী পরিবেশন করার কারনেই তাকে তুলে নেওয়া হয়েছে বলে ধারনা করা হয়েছে। আপরাধী সঙ্গীত ================== প্রতিবাদের নেই অধিকার      এই জনতার বুঝি নবীর প্রেমে শ্লোগান দিলেই      হত্যা সোজাসুজি হাত বেঙে দাও পা বেঙে দাও     শহীদ করো তাকে মুহাম্মাদের প্রেম বুকে যে     যত্ন করে রাখে! বাংলার বুক তাওহিদীদের     খুনে কেন লাল রাষ্ট্র তোমার এই কি তবে     নিয়মনীতির হাল সব  ব্যথা আর সব যাতনা   গোপন করেই গেলাম দুখের পাহাড় বক্ষে বেঁধেই    দিচ্ছি তোমায় সেলাম সংখ্যাগুরু মুসলমানের    রাষ্ট্র তুমি ঠিকই কখন তাদের ন্যায্য দাবির ...

ভোলা জেলার ঘটনায় আগামীকাল সারা দেশে হেফাজতের বিক্ষোভ কর্মসূচি ঘোষনা।

ছবি
ভোলা জেলার ঘটনায় আগামীকাল সারা দেশে হেফাজতের বিক্ষোভ কর্মসূচি ঘোষনা। এইচ এম ইমরান কাজী জার্নালিষ্ট :তাওহীদ নিউজ২৪ ক্যাপশন যোগ করুন ভোলার চর বোরহানউদ্দিনে আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক হিন্দু যুবকের অবমাননাকর বক্তব্যকে কেন্দ্র করে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে কমপক্ষে ৪জন নিহতের ঘটনায় কর্মসূচী ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ সোমবার দুপুর ১২টার পর চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত জামিয়া দারুল উলুম মুঈইল ইসলাম (হাটহাজারী মাদরাসা) আল্লামা শফীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হোসেন, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা মঈনুদ্দীন রুহী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী প্রমুখ। সংবাদ সম্মেলন থেকে ভোলার ঘটনার প্রতিবাদে আগামীকাল ২২ অক্টোবর ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা দেয়া হয়েছে। এছাড়াও ...

ভোলায় তৌহিদী জনতাকে হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও অপরাধীদের শাস্তি দিতে হবে

ছবি
ভোলায় তৌহিদী জনতাকে হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও অপরাধীদের শাস্তি দিতে হবে ——————————-কওমি ফোরাম এইচ এম ইমরান কাজী  ঢাকা ২০ অক্টোবর’২০১৯ ভোলায় রাসুল সাল্লাহু সাল্লামকে অবমাননাকারীর শাস্তির দাবিতে আয়োজিত সমাবেশে পুলিশের গুলিতে কমপক্ষে ৪ জন শহীদ এবং শতাধিক ব্যক্তিকে গুরুতর আহত করার প্রতিবাদ জানিয়েছে কওমী ফোরাম । আজ অপরাহ্নে কওমী ফোরামের সমন্বয়ক মাওলানা হাসান জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত ফোরামের এক জরূরী বৈঠকে এ প্রতিবাদ জানানো হয় । বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা গাজী ইয়াকুব, মুফতী এনায়েতুল্লাহ্, মাওলানা মুরতাজা হাসান ফয়েজী প্রমুখ । বৈঠকে নেতৃবৃন্দ আরো বলেন, কিছুদিন বিরতি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আল্লাহ আল্লাহর রাসূল এবং ইসলাম ধর্মকে কটাক্ষ করে সমাজে অস্থিরতা সৃষ্টি করা হয়। পরবর্তীতে দেখা যায় তোতাপাখির মত গদবাধা কথায় বিষয়টিকে ধামাচাপা দেওয়া এবং অপরাধীর জঘন্য অপরাধকে ভিন্নখাতে প্রবাহিত করা হয়। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ভোলার বো...

ভোলায় নবীপ্রেমিক শহীদদের প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে: আল্লামা জুনা‌য়েদ বাবুনগরী

ছবি
ভোলায় নবীপ্রেমিক শহীদদের প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে: আল্লামা জুনা‌য়েদ  বাবুনগরী তাওহীদ নিউজ২৪ ভোলার বোরহানুদ্দিনে ফেসবুক মেসেঞ্জারে মহানবী সা. ও আল্লাহ তায়া’লাকে নিয়ে কটূক্তিকারী হিন্দু বিপ্লব চন্দ্র শুভ'র সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নবীপ্রেমিক তৌহিদী জনতার ওপর পুলিশ কর্তৃক নির্বিচারে গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজ ২০ অক্টোবর সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন,৯০% মুসলিম অধ্যুষিত দেশে মহান আল্লাহ তায়া’লা ও আমাদের কলিজার টুকরা বিশ্বনবী সা.কে নিয়ে কটুক্তি করবে তা কখনো মেনে নেওয়া যায় না। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ শান্তিপূর্ণ মিছিল মিটিংয়ের মাধ্যমে নিজের দাবী- দাওয়া পেশ করা এবং দোষীদের বিচার চাওয়া নাগরিক অধিকার।শান্তিপূর্ণ মিছিলে এভাবে নির্বিচারে গুলি চালিয়ে নবীপ্রেমিকদের শহীদ করে লক্ষ কোটি তৌহিদী জনতার কলিজায় আঘাত করা হয়েছে।নবীপ্রেমিকদের শরীর থেকে রক্ত ঝরবে তা দেশের কেহ  মেনে নেবে না। আল্লামা...

আগামী২৪ ঘন্টার মধ্যে মুফতি রেজওয়ান রফিকীকে মুক্তির আল্টিম্যাটাম মুফতি মুস্তাফিজের

ছবি
আগামী২৪ ঘন্টার মধ্যে মুফতি রেজওয়ান রফিকীকে মুক্তির আল্টিম্যাটাম মুফতি মুস্তাফিজের        এইচ,এম ইমরান কাজী জার্নালিষ্ট  তাওহীদ নিউজ২৪ বরেণ্য আলেম মুফতি রেজওয়ান রফিকীকে জিবজ্ঞাসাবাদের নামে সন্ত্রাসী কায়দায় উঠিয়ে নানা নাটকিয়তার পরে  বিনাপরাধে এখনো ডিবি অফিসে আটকে রাখার বিষয় সমাজ কল্যাণ যুব সংসদ ফরিদপুর এর সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফিজ এক বিবৃতিতে বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে রফিকীকে মুক্তি না দিলে সারাদেশের তৌহিদী জনতাকে নিয়ে কঠোর আন্দোলন করা হবে ইনসাআল্লাহ প্রসঙ্গত:মুফতি রিজওয়ান রফিকীর বড় ভাই মুফতি আব্দুল্লাহ সালেহী গণমাধ্যমকে জানান,(১১/১০/২০১৯) তারিখ বিকেলে ‘মারকাজুন নূর গাজীপুর নিজের হাতে গড়া প্রতিষ্ঠানে কিতাব অধ্যায়নরত অবস্থায় ছিলেন মুফতি রিজওয়ান রফিকী। হঠাৎ মাদরাসার সামনে একটি গাড়ি আসে। গাড়িতে আরোহীদের মধ্যে দুজন ডিবি পোশাকধারী ও তিনজন ছিলেন ফরমাল ড্রেসে। ডিবি পোশাক পরিহিত দুজনের সাথে আর্মস ছিল। তারা মাদরাসার ভেতরে প্রবেশ করেননি। বাকি তিনজনের সাথে কোন প্রকার অস্ত্র দেখা যায়নি।’ ‘ফরমাল ড্রেসে থাকা তিনজন মুফতি রিজওয়ান রফিকী অফিসে প্র...

যেভাবে_তুলে_নেওয়া_হয়েছে মুফতি রেজওয়ান রফিকীকে

ছবি
যেভাবে_তুলে_নেওয়া_হয়েছে, মুফতী রিজওয়ান রফিকী হাফীজাহুল্লাহুকে এইচ,এম ইমরান কাজী জার্নালিষ্ট তাওহীদ নিউজ২৪ মুফতি রিজওয়ান রফিকীর বড় ভাই মুফতি আব্দুল্লাহ সালেহী গণমাধ্যমকে জানান, ‘মারকাজুন নূর গাজীপুর নিজের হাতে গড়া প্রতিষ্ঠানে কিতাব অধ্যায়নরত অবস্থায় ছিলেন মুফতি রিজওয়ান রফিকী। হঠাৎ মাদরাসার সামনে একটি গাড়ি আসে। গাড়িতে আরোহীদের মধ্যে দুজন ডিবি পোশাকধারী ও তিনজন ছিলেন ফরমাল ড্রেসে। ডিবি পোশাক পরিহিত দুজনের সাথে আর্মস ছিল। তারা মাদরাসার ভেতরে প্রবেশ করেননি। বাকি তিনজনের সাথে কোন প্রকার অস্ত্র দেখা যায়নি।’ ‘ফরমাল ড্রেসে থাকা তিনজন মুফতি রিজওয়ান রফিকী অফিসে প্রবেশ করেন। সেই মুহূর্তে মুফতি রিজওয়ান রফিকী কিতাব অধ্যায়নরত ছিলেন সেই। তিন জনের একজন মুফতি রিজওয়ান রফিকীকে বলেন, আপনি আমাদের সঙ্গে চলুন। আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। উত্তরে মুফতি রিজওয়ান রফিকী বলেন, ‘আমার তো সেরকম জামাকাপড় এই মুহূর্তে কাছে নেই, আমি বরং ফোন করে জামা আনার ব্যবস্থা করি। কিন্তু লোকটি ফোন করতে বাধা দেন।’ বললেন মুফতি আব্দুল্লাহ সালেহী । ‘ডিবি পরিচয়ধারীরা মুফতি রফিকীকে বলেছেন, কোন সমস্যা হবে...

ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি জাতী মেনে নেবে না:আল্লামা বাবুনগরী

ছবি
ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি জাতী মেনে নিবেনা। আল্লামা বাবুনগরী এইচ,এম ইমরান কাজী জার্নালিষ্ট,তাওহীদ নিউজ২৪ গত শনিবার ভারত সফরত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা দেশ ও জনগণের স্বার্থ  বিরোধী চুক্তি উল্লেখ করে অনতিবিলম্বে তা বাতিলের দাবী জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজ ৮ ই অক্টোবর সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন,সম্প্রতি ভারতের সাথে যে সব নতুন চুক্তি সাক্ষরিত হয়েছে তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। দেশের জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দিল্লিকে খুশি করতে এসব চুক্তি সাক্ষরিত হয়েছে।বাংলাদেশের জনগণ এসব চুক্তি মেনে নেবে না। আল্লামা বাবুনগরী আরো বলেন, ভারত বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে বাংলাদেশের নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে কাঁটা তারে ঝুলিয়ে রাখে।এর কোন বিচার হয়না।আর সেই ভারতকে ক'দিন পর পর চুক্তির মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দেশের  জনগণের প...

বুয়েটের ৭ দফা দাবি

ছবি
  বুয়েটের ছাত্রদের ৭ দফা দাবি  এইচ এম ইমরান কজী বাংলাদেশ প্রকৌশলী ইন্সটিটিউট বুয়েটের ছাত্র আবরার ভারত বিরোধী পোস্ট দেওয়ার কারনে বাংলাদেশের ক্ষমতাসিল দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের বলিদান হতে হল। আজ বাংলাদেশে সত্য কথা বললে, সত্য লেখলে,বিরোধী মত প্রকাশ করলে তাকেই ছাত্রলীগ নামে জঙ্গিলীগের হাতে বলিদান হবে হবে দাবিগুলি ১। সকল অপরাধীকে সনাক্ত করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ২। সকল অপরাধীর বুয়েট থেকে আজীবন স্থায়ী বহিষ্কার করতে হবে। ৩। ৭২ ঘন্টার মধ্য শেরেবাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহার করতে হবে। ৫। বিকাল ৫ টার ভিতর ভিসি স্যারকে ক্যাম্পাসে এসে জবাবদিহি করতে হবে। ৬। গতবছরের অক্টোবর ঘটনা তদন্ত করে ৭২ ঘন্টার মধ্যে দোষীদের বিচারের অাওতায় নিয়ে অাসতে হবে। ৭। অাবরার হত্যার ও তার পরিবারের সমস্ত ব্যয় বুয়েটের প্রশাসনকে নিতে হবে।

রূপপুরের চেয়েও ৫ গুণ দামি বালিশ চট্টগ্রাম মেডিক্যালেঃ-

ছবি
রূপপুরের চেয়েও ৫ গুণ দামি বালিশ চট্টগ্রাম মেডিক্যালেঃ- এইচ,এম ইমরান কাজী  আমি দৃশ্যমান উন্নয়ন দেখি নাই উন্নয়নের নামে দৃশ্যমান দুর্নীতি আর লুটপাট দেখেছি!! 🤔🤔 >> প্রতি পিস মাস্কের দাম ৮৪ হাজার টাকা >> প্রতি পিস রেক্সিন ৮৪ হাজার টাকা >> প্রতি পিস টেস্টটিউব ৫৬ হাজার টাকা >> প্রতি পিস স্টেরাইল হ্যান্ড গ্লোভস ৩৫ হাজার টাকা >> প্রতি পিস বালিশ ২৭ হাজার ৭২০, কভার ২৮ হাজার টাকা প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের একটি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক অবকাঠামো নির্মাণ ও ১ হাজার শয্যার হাসপাতালের যন্ত্রপাতি কেনাসহ মোট সম্ভাব্য নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮০০ কোটি টাকা।  তবে বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি ক্রয়ের খরচের যে প্রস্তাবনাটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে সেই প্রস্তাবে ‘সম্ভাব্য দুর্নীতি’ রূপকথার গল্পকেও হার মানিয়েছে। চলতি বছরের মে মাসে দেশের অন্যতম মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য নির্মিত গ্রিন সিটিতে আস...

কার অবদানে সাস্হখ্যাত আজ অসুস্থ?

ছবি
কার অবদানে সাস্হখ্যাত আজ অসুস্থ?    প্রতিবেদক:এইচ এম ইমরান কাজী ডঃ আরিফঃ স্বাস্থ্যখাতকে অসুস্থ করার মূলহোতা স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি সরকারের সবচেয়ে গুরত্বপূর্ণ মন্ত্রণালয়ের মধ্যে একটি। অতি গুরত্বপূর্ণ হওয়ার সুবাদে এই মন্ত্রণালয়ে বিভিন্ন হাসপাতালের টেন্ডার পেতে অনেকেই মরিয়া হয়ে থাকে। টেন্ডারের জন্য বিভিন্ন দুর্নীতির ঘটনাও ঘটেছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জাহেদ মালেক স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পরপরই সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। ফলশ্রুতিতে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছিলো দুর্নীতি ও টেন্ডার সিন্ডিকেট গুলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল কাজে স্বচ্ছতা ফিরিয়ে আনতে উদ্যোগ নেন জাহেদ মালেক। তবে সরেজমিনে দেখা যায়, স্বাস্থমন্ত্রীর সকল উদ্যোগ ব্যর্থতায় রূপ নিচ্ছে তাঁর কাছের কিছু অনুসারীদের কারণে। অনুসন্ধানে জানা গেছে স্বাস্থ্যমন্ত্রীর অগোচরেই তাঁর ছেলে রাহাত মালেক ও তাঁর এপিএস ডঃ আরিফের সহায়তায় আবারো সিন্ডিকেটের খপ্পরে স্বাস্থ্যখাত। বিপুল পরিমাণ কমিশনের বিনিময়ে বিভিন্ন টেন্ডার নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে পাইয়ে দিতে হস্তক্ষেপ করছেন মন্ত্রীর ছেলে মন...

পল্টন থানার ওসির বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণী ধর্ষনের অভিযোগ।

ছবি
পল্টন থানার ওসির বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণী ধর্ষনের অভিযোগ। ক্যাপশন যোগ করুন অভিযুক্ত মাহমুদুল হাসান https://www.be.bangla.report/post/43545-bZEwSKfU8 চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ঢাকার একটি হোটেলে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত মাহমুদুল হক রাজধানীর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ধর্ষণের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি ওই তরুণীর সঙ্গে মাসের পর মাস শারীরিক সম্পর্কও স্থাপন করেছেন। এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সারাবাংলা। ওই তরুণীর অভিযোগের সূত্রে প্রতিবেদনে জানানো, নিয়মিত শারীরিক সম্পর্কে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাতের শর্তে বিয়ের প্রতিশ্রুতি দেন ওসি মাহমুদুল। এতে ওই তরুণী গর্ভপাত করান। তবে এরপর মাসের পর মাস পেরিয়ে গেলেও নিজের প্রতিশ্রুতি রক্ষা করে বিয়ে করেননি ওসি। একপর্যায়ে ওই তরুণীর সঙ্গে যোগাযোগই বন্ধ করে দেন তিনি। শেষ পর্যন্ত ওই তরুণী প্রধানমন্ত্রীর কার্যালয় ও পুলিশের  মহাপরিদর্শক বরাবর ওসির বিরুদ্ধে অভিযোগ করেছেন। তদন্তে সে অভিযোগের সত্যতা মিলেছে, জমা পড়েছে তদন্...