অপরাধী সঙ্গীতই যার জীবরের অপরাধ হল।

অপরাধী সঙ্গীতই যার জীবনেরর  অপরাধ হল।

এইচ,এম ইমরান কাজী
জার্নালীষ্ট:তাওহীদ নিউজ২৪

গতকাল রাতে ডিবি পরিচয়ে কলরব শিল্পীগুষ্টির প্রধান নির্বাহী পরিচালক বদরুজ্জান ও তাওহীদ ইসলাম কে তুলে নিয়েগেছে।
প্রসঙ্গ গতকয়েক দিন আগে ভোলায় হিন্দু যুবক কতৃক রাসুল সাঃ কে ফেছবুকে কটুক্তি করার যের দরে তাওহীদি জনতার উপর পুলিশের নির্বিচারে গুলির প্রতিবাদে "প্রতিবাদি সঙ্গীত অপরাধী পরিবেশন করার কারনেই তাকে তুলে নেওয়া হয়েছে বলে ধারনা করা হয়েছে।

আপরাধী সঙ্গীত
==================
প্রতিবাদের নেই অধিকার
     এই জনতার বুঝি
নবীর প্রেমে শ্লোগান দিলেই
     হত্যা সোজাসুজি
হাত বেঙে দাও পা বেঙে দাও
    শহীদ করো তাকে
মুহাম্মাদের প্রেম বুকে যে
    যত্ন করে রাখে!
বাংলার বুক তাওহিদীদের
    খুনে কেন লাল
রাষ্ট্র তোমার এই কি তবে
    নিয়মনীতির হাল
সব  ব্যথা আর সব যাতনা
  গোপন করেই গেলাম
দুখের পাহাড় বক্ষে বেঁধেই
   দিচ্ছি তোমায় সেলাম
সংখ্যাগুরু মুসলমানের
   রাষ্ট্র তুমি ঠিকই
কখন তাদের ন্যায্য দাবির
   দাম দিয়েছো সিকি
ধর্মদ্রোহি ঠিকই পারে
  দ্বিনকে দিতে গালি
তাওহিদীদের জন্য তুমি
   কেবলই চোরাবালি
বাংলার বুক তাওহিদীদের
    খুনে কেন লাল
রাষ্ট্র তোমার এই কি তবে
     নিয়মনীতির হাল
যা দেখেছে দেশের মানুষ
   দ্বীপ -শহর ঐ ভোলা
ওসব ব্যাপার অহর্নিশি
  ঘুরছে নাগরদোলায়
রাষ্ট্র তুমি ধর্মদ্রোহীর
   স্বর্গসেটা জানি
তাওহিদীদের জন্য হলে
    কেবল গোরস্থানই!
ধর্ম নিয়ে ঠাট্টাকারীর
    বিচার দাবী করে
রাজপথে আজ তাওহিদীদের
    রক্ত কেবল ঝরে
বাংলার বুক তাওহিদীদের
     খুনে কেন লাল
রাষ্ট্র তোমার এই কি তবে
     নিয়মনীতির হাল,,,

#______কলরব

মন্তব্যসমূহ

Tawhidnewspepar24 বলেছেন…
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"