হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল
হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল। এইচ,এম ইমরান কাজী মানবতার ফেরিওয়ালা নগরকান্দা ও সালথার গণমানুষের নেতা গরিবের বন্ধু জনাব শহিদুল ইসলাম বাবুল ভাই আজ(17/09/2019) তারিখ হাফেজ মাহমুদকে দেখকে মহাখালী ক্যান্সার হাসপাতালে জান এবং কিছু নগত অর্থ হেল্প করেন সাথে ছিলেন নগরকান্দার সাবেক কমিশনার বিল্লাল সাহেব। বিকেলবেলা এবিষয় একটা পোষ্ট দেন বাবুল ভাই হুবাহু তুলে ধরা হল আলহামদুলিল্লাহ আমাদের হাফেজ মাহমুদুল হাসানের চিকিৎসা সহযোগিতার জন্য অনেকেই এগিয়ে এসেছেন। এর আগে তার চিকিৎসার জন্য আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম।সেই মোতাবেক কেউ কেউ সরাসরি যোগাযোগ করে কিছু কিছু সহযোগিতা করেছেন। আমরা নিজেরাও যা পেরেছি- সাধ্য মত করেছি। আরও কিছু অর্থ সহযোগিতা আমার কাছে জমা জমা হয়েছিলো- এর মধ্যে ফরিদপুর থেকে আমার এক আত্মীয় পাঠিয়েছেন- ৪৩ হাজার। আমেরিকা থেকে আমার স্বজনেরা পাঠিয়েছেন- ২৫ হাজার টাকা। সুইজারল্যান্ড থেকে আমার এক ভাই পাঠিয়েছেন - ৫ হাজার টাকা। সব মিলিয়ে আজকে ৭৫ হাজার টাকা তার হাতে দিতে পারলাম। শুকরিয়া। আ...
মন্তব্যসমূহ