মুসলমানদের রক্ত আজ মূল্যহীন

মুসলমানদের  রক্ত আজ মূল্যহীন।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
জ্বলছে..
        আরাকান-""কাশ্মীর
      লেবানন-ফিলিস্তিন
      তুর্কিস্তান-পাকিস্তান
    চেচনিয়া-বসনিয়া
   

ভূসর্গ কাশ্মীর আজ মৃত্যু পুরির নগরিয়া।


    ইরাক-ইরান
    ইয়েমেন-আফগান।
আর কত পৃথীবির প্রায় সব দেশেই ভাসছে মুসলিমদের রক্তস্রোতে।

#আজ মুসলিমা কন্যাদের ইজ্জত লুন্ঠন করছে লম্পট কাফিররা। আমাদের পবিত্র বোনের সম্ভ্রম ছিনিয়ে নিচ্ছে কুত্তার দলেরা।

#পিতার সামনে কন্যাকে ধর্ষন,ভাইয়ের সামনে বোন কে আর পুত্রের সামনে মা-কে ধর্ষন।তবুও কি তোমার হুশ ফিরবে না যুবক।তুমি কি ভুলে গেছো তোমার সোনালী ইতিহাস।

#তুমি কি জানো না খালিদ মু'তাসিমের ইতিহাস? যিনি একজন মাত্র মুসলিমা নারীকে মুক্ত করতে পুরা একটা কুফফার নহরী ধংস করে দিয়েছিলো।এবং মাথা উচু করে বলেছিলো ""হে কাফির দেখো তাকে(মুসলিমা নারী)রক্ষা করতে আমি এসেছি।

#তুমি কি অবুজ? স্বচ্ছ পানির ন্যায় পরিষ্কার কিভাবে মুসলিম উম্মাহ্ বীজয় হয়েছে। কিভাবে কাফিরদের উল্ল্যাস থামিয়ে দিয়েছে।ইতিহাসের পাতা উল্টিয়ে দেখো যুবক।

#রাসূল সঃ বলেন,যখন তোমরা ঈনা নামক সূদের সাথে জড়িয়ে পড়বে,গরুর লেজ ধরবে, চাষাবাদ নিয়ে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দেবে তখন আল্লাহ্ তায়ালা তোমাদের উপর অপমান-লাঞ্চনা চাপিয়ে দিবেন।আর তা ততদিন পর্যন্ত তুলে নেওয়া হবে না যতদিন তোমরা দ্বীনের দিকে ফিরে আসবে_(আবু দাউদ)

#হে_যুবক তোমার রক্তে কেনো এখনো জ্বলে না আগুন।তোমার দিকে তাকিয়ে নির্জাতিত মুসলিম মা - বোন। হ্যা তাদের রক্ষা করতে তোমাকেই মাঠে নামতে হবে।

#শুনো রাখো ও দরবারি মোল্লা।তোমরা তোমাদের ভিত্তীহীন যুক্তির পেঁচে আজ উম্মাহর সিংহরা বন্ধি।তারা জাগবে জাগবেই বিইজনিল্লাহ্।সময়ের চাকা আবার ঘুরবে।যুগের মু'তাসিম, খালিদ বীন ওয়ালিদ,মোহাম্মদ বীন কাসিম,আবার ও জাগবে।দিকে দিকে শোনা যাচ্ছে পুনঃজাগরের আওয়াজ।মুসলিম যুবক রা খুজে পাচ্ছে সঠিক দিশা।অচিরেই উম্মাহর অন্ধকারময় সময় অস্তমিত হবে, প্রভাতের আলোতে আলোকিত হবে গোটা বিস্ব।মনে রাখবে #রাত_যত_গভীর_হয়_প্রভাত_তত_নিকটে_আসে।

#হে মুসলিমা মায়ের দুধপান কারি সিংহরা। তোমার বিরত্ব খেলার মাঠের ব্যাট বলে নয়।তোমার বিরত্ব জিহাদের ময়দানে দুর্দান্ত এক মুজাহিদে।গাফিলতি আর অলসতা ঝেড়ে।উম্মার ক্রান্তিলগ্নে গা ঝাড়া দিয়ে ওঠো।থামিয়ে তাও কুফফার গুষ্টির আনন্দ মিছিল কে।গুড়িয়ে দাও জালিমের সকল জুলুমের কারখানা।

#তৈরি হয়ে যাও শাহাদাতের অমিও সূধা পান করার জন্য।ভেবে দেখো কোন জিনিস তোমাকে বসিয়ে রেখেছে জান্নাত থেকে।হ্যা জান্নাহ্। সূরা আত তাওবাহ্ আয়াত-১১১.. আল্লাহ্ ক্রয় করেছেন মুমিনদের জান-মাল বিনিময়ে দিবেন জান্নাত। তারা লড়াই করে আল্লাহর রাস্তায়। তারা মারে এবং মরে(শহিদ)এটা আল্লাহর ওয়াদা।।। সুতরাং আর নয় গাফিলতি।
সব ভুলে চলো সামনে আসি।
ছিনিয়ে আনি নিজের সম্মান।
প্রয়োজনে দিতে হবে জান-মাল।
www.Tawhidnewspepar.comwww.tawhidnewspepar.com

মন্তব্যসমূহ

সময় এসেছে মুসলিমদের রুখে দারাবার।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"