নগরকান্দা এম এন একাডেমির আহত ছাত্রদের দেখতে হাসপাতালে মুফতি মুস্তাফিজ।
নগরকান্দা এম এন একাডেমির আহত ছাত্রদের দেখতে হাসপাতালে মুফাতি মুস্তাফিজ।
নগরকান্দা এম এন "একাডেমির আহত ছাত্রদেরএসময় তিনি বলেন
দেখতে হাসপাতালে ছুটে জান নগরকান্দার তরুণ আলেমেদ্বীণ রাজনৈতিক ব্যক্তিত্ব জ ফেরিওয়ালা মুফতি মুস্তাফিজুর রহমান।
হাসপাতালে মুফতি মুস্তাফিজ
নিজেদের মাঠে খেলায় হেরে নগ্ন হামলা
কাপুরুষোচিত কাজ। তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। প্রশাসনের উদ্যেশ্যে বলবো- অবিলম্বে এই ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে,নতুবা পক্ষপাতের অভিযোগে ভবিষ্যতে তাদেরকেও জবাবদিহি করতে হবে এবং এর দায় দায়িত্ব নিতে হবে।
প্রসঙ্গ : গতকাল (15/9/2019) তারিখ ফরিদপুর জেলা স্কুল মাঠে আন্ত: স্কুল ফুটবল খেলায় নগরকান্দা এম এন একাডেমির কাছে পরাজিত হয়ে প্রতিশোধ হিসেবে খেলোয়াড় ও শিক্ষার্থীদের উপর এই বর্বরোচিত হামলা করে পরাজিতরা।
আহতদের ফল ফ্রুট ঈত্যাদি দেন এবং দোআ করেন
উপস্থিত ছিলেন মাওলানা সিহাবুদ্দিন সহ ফরিদপুরের তরুণ আলেমসমাজ
চ
মন্তব্যসমূহ