ছাত্র ছাত্রীদের প্রতি উপদেশ,
ছাত্র ছাত্রীদের প্রতি উপদেশ,
SM NURUL AMIN
তোমরা যদি সফলতার গন্তব্যে পৌঁছাতে চাও তাহলে জীবনের শুরু থেকে তোমাদের চলতে হবে সরল পথ অনুসরন করে।জীবনে আছে যেমন আলো তেমনি আছে অন্ধকার । আলো এবং অন্ধকারের পার্থক্য তোমাদেরই করতে হবে। অন্ধকারের মোহ এবং মায়া থেকে তোমাদের থাকতে হবে সতর্ক। আলোর সঙ্গ গ্রহন করেই জীবনের প্রতিটি পথ তোমাদের অতিক্রম করতে হবে।
জীবন শুধু শুভ্রতার নাম নয়, জীবনে যেমন রয়েছে শুভ্রতা তেমনি রয়েছে আবিলতা ও
মলিনতা। জীবনের সকল আচরনে ও উচ্চারনে তোমাদের শুভ্রতা ধারন করতে হবে এবং সর্বপ্রকার মলিনতা ও আবিলতা পরিহার করতে হবে। তোমাদের বাহিরে যেমন হবে শুভ্র, তেমনি ভিতরে ও হবে শুভ্র। জীবনে সত্য যেমন আছে তেমনি আছে মাথ্যা।
জীবন চলার পথে সত্যের অনুসারী যদিও কম, মিথ্যার অনুসারী বহু; মিথ্যা যেন এক মরুভূমি, আর সত্য সেই মরুভূমির মাঝখানে এক মরুদ্যান!
মিথ্যার মরুভূমিতে তোমাদের খুজে বের করতে হবে সত্যের মরুদ্যান।সেখানেই তোমরা পাবে শীতল ছায়া,সবুজের ছোয়া।
যারা সত্যের মরুদ্যান খুজে পায় না, খোজার কষ্টটাই স্বীকার করে না তারা হারিয়ে যায় মিথ্যার আগুনঝরা মরুভূমিতে । তারা মরিচিকার হাতছানিতে হয় বিভ্রান্ত।ফলে পিপাসা ও মৃত্যই হয় তাদের একমাত্র পরিনতি। মিথ্যার সর্বপ্রকার অন্ধকার ত্যাগ করে তোমাদের বাস করতে হবে সত্যের চিরস্নিগ্ধ আলোতে।
তোমাদের জীবন যেন হয় মিথ্যার অভিশাপ মুক্ত এবং সত্যের আলোয় উদ্ভাসিত।
সাংগঠনিক সম্পাদক
ইসলামী ঐক্যজোট
নগরকান্দা উপজেলা শাখা।
প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান
আইফা।
মন্তব্যসমূহ