তালিবান সন্ত্রাসী গোষ্ঠী নয়"- হোয়াইট হাউস

"তালিবান সন্ত্রাসী গোষ্ঠী নয়"- হোয়াইট হাউস। 


এইচ,এম ইমরান কাজী
অবশেষে আমেরিকা বাধ্য হয়ে নতি স্বীকার করে নিল। তারা তাদের সব সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিচ্ছে। ১৯ বছর ধরে চলমান যুদ্ধে তারা তালেবানের কাছে হেরে গেল!

এই সেই তালেবান যারা কেবল একজন মানুষকে আমেরিকার কাছে ফেরত না দেয়ার কারণে আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে। তারা বলেছিলো উনাকে ফিরিয়ে দিতে। তখন আমিরুল মুমিনিন মোল্লা ওমর রহঃ হুংকার দিয়ে বলেছিলেন, "একজন মুসলিম হিসেবে আমি আমার মুসলিম ভাইকে কোনো কাফেরের হাতে তুলে দিতে পারিনা। এটা আফগানিস্তানের সংস্কৃতিও না যে একজন অতিথিকে শত্রুর হাতে তুলে দেয়া। তোমরা আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিলেও আমরা এটা করবো না!"

আমেরিকা চেষ্টা করেছিলো। তারা অনেক মেহনত করেছে আফগানিস্তানকে মাটিতে মিশিয়ে দেয়ার জন্য। হেন অস্ত্র নেই যা তারা ব্যবহার করেনি। কিন্তু দিনশেষে তারা আজ পরাজিত। ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হয়েছে, "আফগানিস্তানে যুদ্ধ আমাদের হাস্যকর বানিয়ে ছেড়েছে!" আমেরিকা এখন অর্থনৈতিক, সামরিক সবদিকেই বিপর্যস্ত। কেবল পেট্রোডলারের উপর নির্ভর করে তারা ধুঁকে ধুঁকে বেঁচে আছে। তাগুত শাসকরা যদি এই পেট্রোডলার বন্ধ করে দেয় তো আমেরিকা স্রেফ নিঃশেষ হয়ে যাবে।

কী ছিলো তালেবানের?! যৎসামান্য কিছু অস্ত্র, কিছু মুজাহিদ আর সাথে ছিল সুদৃঢ় ঈমান। এই ঈমানের বলে বলিয়ান হয়েই তারা বিশ্বের সুপারপাওয়ারকে নাকানি-চুবানি খাইয়েছে। তারা হার মানেনি। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর রাস্তায় লড়ে গেছে। তারা মর্দে মুজাহিদ, আল্লাহর নুসরত ছিলো তাদের সাথে। তাদের বিজয় মুসলিম উম্মাহর বিজয়। ইন শা আল্লাহ্ শীঘ্রই পুরো পৃথিবীতে কালিমা খচিত পতাকা উড়বে। আল্লাহ্ তা'আলা আমাদের বিজয়ের ওয়াদা করেছেন। প্রয়োজন কেবল সবর করার এবং আল্লাহর নির্ধারিত পন্থায় চেষ্টা করার। মুসলিম উম্মাহর উপর চলমান নির্যাতনে হতাশ হওয়া যাবে না। বরং শোককে শক্তিতে পরিণত করে ইসলামি ইমারাহ, আফগানিস্তান যেভাবে লড়েছে সেভাবে লড়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা যদি সঠিকভাবে তাওয়াক্কুল করি, তাগুতকে বর্জন করি তবে আমরাও আল্লাহর নুসরত দেখতে পাবো।

মোবারকবাদ আফগানিস্তান, সম্রাজ্যবাদের গোরস্তান

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"