আমরা_পেয়েছি_ওবায়দুর_রহমান_এর_প্রতিচ্ছবি

#আমরা_পেয়েছি_ওবায়দুর_রহমান_এর_প্রতিচ্ছবি 

তাওহীদ নিউজ২৪

মাওলানা সাইফুল ইসলাম
সিনিয়র জয়েন্ট সেক্রেটারি
ইসলামী ঐক্যজোট নগরকান্দা থানা।

জন্ম সূত্রে হোক আর ধর্মে সূত্রে হোক কেন যেন রক্ত মাংস মগজ থেকে আওয়ামী লীগ কে মেনে নিতে পারিনা তারপর ও একজন নৌকার প্রার্থী কে সমর্থন দিয়েছিলাম... গত ইউপি ইলেকশনের পরে আমাদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে নয়টি ওয়ার্ড থেকে একান্ত কিছু আপন মানুষ কে নিয়ে সাজেদা চৌধুরীর বাসায় যাওয়ার সময় আমার দিকে তার কুনজর পড়েছিল তাই বাধ্য হয়ে যেতে হলো তার সাথে।

সেখানে অবস্থানের সময় আইমান আকবর চৌধুরী বাবলু মামার কোনো এক কথা প্রসঙ্গে বলেছিলেন ওবায়দুর রহমান মামা ছিলেন নিরহংকার একজন রাজনীতিবিদ তিনি কখনো প্রতি হিংসার রাজনীতি করেন নাই যাক শত্রুর মুখে গভীর প্রশংসা শুনে আমি খুব আনন্দ উপভোগ করছিলাম।

আমি ছোট বেলায় কিছুদিন খুলনায় লেখা পড়া করেছি সেখানে একদিন একটি দাওয়াতে গিয়ে স্হানীয় এক লোকের মুখে ওবায়দুর রহমান এর প্রশংসা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি খুব আগ্রহ নিয়ে দাড়িয়ে জিজ্ঞেসা করলাম কেন উনি এখানে কি করেছেন? স্হানীয় লোকজন বললো তিনি এই এই প্রোজেক্ট গুলো না করলে এগুলো হতো না যাইহোক তার প্রশংসা ও দূরদর্শিতা বলে শেষ করা যাবেনা।

তিনি ছিলেন গোটা বাংলার মানুষের কাছে অন্যতম একজন মহান নেতা তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তিনি ছিলেন সকল দলের কাছে অন্যতম একজন বর্ষীয়ান নেতা তিনি ছিলেন বিএনপির মহাসচিব তিনি ছিলেন অসহায় মানুষের অস্রয় স্থল তিনি ছিলেন নগরকান্দা সালথার প্রতিটি মানুষের নয়নের মণি তার হাতেই অলংকৃত হয়েছিল এ বাংলার কয়েকটি মন্ত্রলয় যত প্রশংসাই করি তার প্রশংসা অসমাপ্ত থাকবে শুধু এতটুকু বলবো তিনি ছিলেন হিমালয় পর্বতের মত আশা আখাংকার জলন্ত এক প্রদীপ।

#ঠিক_তেমনি_আমরা_পেয়েছি_একজন_শহিদুল_ইসলাম_বাবুল

জনাব শহিদুল ইসলাম বাবুল ভাই এমন একজন মানুষ যার পরিচয় সচেতন মানুষের কাছে তুলে ধরা মানে বোকামি ছাড়া আর কিছুই নয় বাংলাদেশের প্রতিটি থানায় ও জেলায় জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত এমন কাওকে যদি জিজ্ঞেসা করেন শহিদুল ইসলাম বাবুল ভাই কে চিন সে বিনা সংকোচে বলে উঠবে অবশ্যই ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন বর্তমানে ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে আছেন।

তিনি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছলে ছাত্র যামানা থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িয়ে আজকে তিনি একজন সচ্ছ ও উচুমানের একজন রাজনীতিবিদ।

আমার সাথে উনার পরিচয় মাস দুয়েক হলো এই দুই মাসে আমি যা দেখলাম উনার মতো একজন সচ্ছ, ভদ্র, মানবিক, আদর্শবান রাজনীতিবিদ আমার চোখে খুব কমই পড়েছে।

আমাদের নগরকান্দা তথা ফরিদপুর ২ আসনে এখন বহু রাজনীতিবিদ গজিয়েছে যে এক সময় চরিত্র হীনা হয়ে কাটাতো ক্লাবে ক্লাবে আরেকজন আছে যে ছাত্র যামানা থেকেই সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত এখনো তাকে বা তাদেরকে মানুষ সন্ত্রাসী হিসাবে চিনে এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্যই বিভিন্ন জায়গা চাকরি হয় আবার কেউ কেউ আছে দুধর্ষ খুনের আসামি যে ব্যক্তি সূর্যের ন্যায় বাংলার সকলের কাছে পরিচিত মুখ।

কিন্তু শহিদুল ইসলাম বাবুল ভায়ের গায়ে এমন কোন অভিযোগ আজও পর্যন্ত পাওয়া যায়নি আর পাওয়া যাবেওনা ইনশাআল্লাহ।

তিনি ছাত্র যামানা থেকেই একজন আদর্শবান ব্যাক্তি, সচ্ছ রাজনীতিবিদ, উঁচু মন মানুষিকতার মানুষ,মানবিক হ্নদয়ের অধিকারী।

নগরকান্দা সালথার মানুষ যদি এমন রত্নকে না চিনে কদর না করে সমার্থান না করে তাহলে আমি বলবো এরা বড়ই দূর্ভাগা ও কপাল পোড়া আল্লাহ তায়ালা আমাদের সঠিক বুজ দান করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"