একটি মসজিদের সাহায্যের জন্য আবেদন

একটি মসজিদের সাহায্যের জন্য আবেদন


এইচ এম ইমরান কাজী 
জার্নালীষ্ট :তাওহীদ নিউজ২৪
ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন লস্করদিয়া ইউনিয়ানের একটি জনবহুল গ্রাম দাদপুর গ্রামটিতে মসজিদের সংখা কম থাকায় ২০১৪ সালে দাদপুর পূর্ব পাড়ায় স্থানীয় জনগনের সহযোগীতায় মাটির ভিটে ও টিনের ছাওনী দিয়ে একটি মসজিদ নির্মিত হয়।

দিনদিন মুসুল্লিদের সমাগম বাড়তে থাকায় মসজিদটি প্রশাস্ত ও সংস্কারের প্রয়োজন হয় মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবোক দুইতলা ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু হয় মসজিটি কম্পিলিট করতে ১০ লক্ষ টাকার প্রয়োজন কিন্তু অত্র এলাকার বেশিরভাগ মানুষ দরিদ্র থাকার কারনে মসজিটি তাদের পক্ষে কম্পিলিট করা সম্ভব নয় তাই।

দানবীর লোকদের কাছে আকুল আবেদন করছি এই মসজিদের দিকে একটু নজর দেওয়ার জন্য আপনার একটি দানের কারনে মসজিদটি কম্পিলিট হলে এটি হতে পারে আপনার নাজাতের অছিলা।

যোগাযোগ :ডাঃ মেহদী হাসান মাসুদ
 সভাপতি দাদপুর পূর্বপাড়া জামে মাসজিদ।
   মোবাইল:01712227476

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাফেজ মাহমুদকে দেখতে 75000 টাকা নিয়ে হাসপাতালে জননেতা শহিদুল ইসলাম বাবুল

চিকিৎসাধীন হাফেজ মাহমুদ এখন বাড়িতে কেন?

ইমামের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় চাকরি গেল ইমামের।

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"